Latest News

জীবনের খেলায়, খেলার জীবনে বাজি জেতার তিন আখ্যান

তিনটি আশ্চর্য লড়াইয়ের কাহিনি।

খেলার দুনিয়ায় তাঁরা উজ্জ্বল হয়েছেন নানাভাবে। পেয়েছেন আন্তর্জাতিক মানের সাফল্য। কিন্তু সে সাফল্যকে ছাপিয়ে গিয়েছে তাঁদের জীবনযুদ্ধের সাফল্য। ফুটবলের সেরা হয়েও কেউ লড়েছেন মহিলা খেলোয়াড়দের অধিকার নিয়ে। লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে তাঁর যে লড়াই তা ছাপিয়ে গেছে মাঠের লড়াইকে। কেউ আবার দু’চাকায় ফালা ফালা করে দিয়েছেন গোটা দেশ। কেউ বা মাথায় কাঠের বোঝা বইতে বইতেই হয়ে উঠেছেন ওয়েটলিফটার। কাঁটা ভরা পথে নিত্য চলাচল তাঁদের। তাঁদের খেলার জয় নত হয় জীবনের জয়ের কাছে।

নীচের এক একটা ট্যাবে ক্লিক করলেই খুলে যাবে তাঁদের গল্প। আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে তাঁদের কুর্নিশ করছে দ্য ওয়াল।

You might also like