শেষ আপডেট: 26th November 2023 23:14
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় ব্যাঙ্ক জালিয়াতি। জাল আধার কার্ড দেখিয়ে ৮ লক্ষ টাকা ঋণ নেন এক আইটি কর্তা। লালবাজারের গোয়েন্দাদের জালে ধরা পড়লেন অভিযুক্ত।
ধৃত ব্যক্তির নাম নিলয় সরকার। তিনি এক এক নামী আইটি সংস্থার উচ্চ পদস্থ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তিনি বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ঋণ নেওয়ার ক্ষেত্রে তাঁর ‘সিবিল স্কোর’ ভালো না থাকায় তাঁকে ঋণ দিতে রাজি হয়নি কোনও ব্যাঙ্ক। অভিযোগ, এরপরই তিনি একটি জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত হন।
জালিয়াতি চক্রের পক্ষ থেকে দাবি করা হয়, তারা ঋণের ব্যবস্থা করে দেবে। পরিবর্তে তাদের মোট ঋণের টাকার কমিশন দিতে হবে। সেইমতো ওই চক্রের সদস্যরা নিলয় সরকার নামেরই অন্য এক ব্যক্তির আধার কার্ড জোগাড় করে। জাল আধার কার্ডে শুধু নাম নয়, দু’জনের বাবার নামও ছিল এক। যা দেখে একটি ঋণদাতা সংস্থা তার ঋণ মঞ্জুর করে। এরপর আইটি কর্তা নিলয় সরকারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে আট লাখ টাকা।
এদিকে ঋণ নেওয়ার পর প্রথম কয়েক মাস তিনি ইএমআইয়ের টাকা সংস্থাটিকে দেন। কিন্তু এরপর থেকেই কিস্তিতে টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেন তিনি। সংস্থাটি তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনও সদুত্তর পায়নি। এই পরিস্থিতিতে অভিযুক্ত আইটি কর্তা ও আরও কয়েকজনের বিরুদ্ধে ওই সংস্থার পক্ষ থেকে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে নামে লালবাজারের গোয়েন্দা বিভাগের স্পেশাল সেল। এরপর অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র খতিয়ে দেখতে শুরু করেন গোয়েন্দা কর্তারা। ঠিক তখনই জাল আধার কার্ডের তথ্যটি সামনে আসে। সেই ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।