শেষ আপডেট: 16th January 2025 21:18
দ্য ওয়াল ব্যুরো: বাংলার শিল্পকে সম্মান জানাতে, শিল্পীদের কঠোর পরিশ্রমকে স্যালুট জানাতে বৃহস্পতিবার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফে আয়োজিত হল 'অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড।' দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে এদিন উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর ও হেড অফ মার্কেটিং জয়িতা সেন। শিল্পীদের সংবর্ধনা জানানোর পাশাপাশি তাঁদের লড়াই সকলের সামনে তুলে ধরা হয়। পরবর্তী প্রজন্ম যাতে শিল্পের মূল্য বোঝে, শিল্পকে হারিয়ে যেতে না দেয়, তার জন্য সচেতন করা হয়।
শিল্প-সংস্কৃতিতে সম্বৃদ্ধ বাংলা। গুণী মানুষের অভাব নেই। কিন্তু এমন অনেক শিল্প রয়েছে, যা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যতটুকু আছে তাও আগের প্রজন্মের দৌলতেই। কাজের দাম দিচ্ছে না বলে দাবি শিল্পীদের। তাঁদের প্রতিভাকেই সকলের সামনে আনল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।
বৃহস্পতিবার গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার চার শিল্পীকে সম্মান জানাল সংস্থা। অনুষ্ঠানে কল্যাণীর কার্তিক পাল, পাট শিল্পী সমরেশ সাঁতরা, তামা-পিতলের কারিগর বহরমপুরের পঞ্চানন কংসবণিক ও শোলার কারিগর মুর্শিদাবাদের সাধন ভাষ্করকে সংবর্ধনা জানানো হয়।
এবিষয়ে জয়িতা সেন বলেন, 'এই বছর আমরা অন্যরকম কিছু করতে চেয়েছিলাম। প্রতিবারই কোনও না কোনও বিষয় সচেতন করা হয়। এবার বিভিন্ন জায়গায় শোরুম করতে গিয়ে বুঝেছি, কারিগররাই এই শিল্পের সবটা। কথা বলে যে সমস্যাটা বুঝি যে এই সব কাজে আগামী প্রজন্ম আসতে ইচ্ছুক নয়। তাই এই নিয়ে সচেতন করা প্রয়োজন মনে হল। যাতে সমস্ত ইন্ডাস্ট্রি নতুন প্রজন্মকে সুযোগ দেয় ও এই ঐতিহ্যগুলো হারিয়ে না যায়। আমরা যুব সমাজকে এই ধরনের কাজে আকর্ষণ করতে প্রশিক্ষণও দিচ্ছি।'
এবিষয়ে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শুভঙ্কর সেন বলেন, 'আমরা চার শিল্পীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলাম। যাতে তাঁরা কাজ করার অনুপ্রেরণা পান ও আমাদের সাহায্যে আরও খানিকটা এগিয়ে যেতে পারেন।'