ছবি সৌজন্যে: সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস
শেষ আপডেট: 9th March 2025 16:50
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে সামিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস (Senco Gold & Diamonds)। শুরু হল তাদের 'সিফরহার' ক্যাম্পেন। চার বছর ধরে টিআরএ-র বিচারে ভারতের দ্বিতীয় সর্বাধিক বিশ্বস্ত গয়নার ব্র্যান্ড এবং ২০২৪ সালে ‘মোস্ট ডিসায়ার্ড জুয়েলারি ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পাওয়া এই সংস্থা এবার নারীর শক্তি ও সংহতির বার্তা তুলে ধরছে।
মহিলারা সবসময় একে অপরের পাশে দাঁড়ান—তা পরিবারে হোক, অফিসে, স্কুলে, রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায়। নারীশক্তির প্রকৃত রূপ ফুটে ওঠে যখন তাঁরা পরস্পরকে সাহায্য করেন। একে অপরের উন্নয়নে খুঁটি হিসেবে দাঁড়ান। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সেই চেতনার, ভাবনারই উদযাপন করতে এনেছে ‘বি নলেজেবল। বি এমপাওয়ার্ড' হ্যাশট্যাগ '#সিফরহার' ক্যাম্পেন।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর পরিচালক তথা মার্কেটিং ও ডিজাইন হেড, জয়িতা সেন বলেন, 'নারী দিবস শুধু একটা দিনের উদযাপন নয় বরং প্রতিটি দিন নারীদের সম্মান জানানোকে উদযাপন করা। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সেই ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে নারীর ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিচ্ছে সকলের মধ্যে।'
এই মুহূর্তে নারী দিবস উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে এই গয়না প্রস্তুতকারক সংস্থা। রাখা হয়েছে একাধিক প্ল্যান।
ফ্লেক্সি অ্যাডভান্স প্ল্যান
সোনার দাম বেড়ে যাওয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর এমডি ও সিইও, শুভঙ্কর সেন এই প্ল্যানের ঘোষণা করেছেন। যার মাধ্যমে গ্রাহকরা আগাম সোনা বুকিং করে পরবর্তী সময়ে কম দামে সেই সোনা অর্থাৎ পুরনো দামে সোনা কেনার সুবিধা পেতে পারেন। এই প্ল্যান ১ মার্চ ২০২৫ থেকে ৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত ও ৫ এপ্রিল ২০২৫ থেকে ৪ মে ২০২৫ পর্যন্ত উপলব্ধ থাকবে।
সোনার গয়নায় অফার
প্রতি গ্রামে সোনার মূল্যে ৩০০ টাকা ছাড়
মেকিং চার্জে ১৫% পর্যন্ত ছাড়
পুরনো সোনা বদল করলে কোনও কিছু বাদ দেওয়া হবে না
হীরের গয়নায় অফার
হীরের গয়নায় ১৫% পর্যন্ত ছাড়
মেকিং চার্জে ৭৫% পর্যন্ত ছাড়
জেমস্টোনে অফার
স্টোনের মূল্যে ১০% ছাড়।
এছাড়াও একাধিক ছাড় ও সুবিধা মিলতে পারে। শুধু পৌঁছে যেতে হবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নিকটবর্তী শোরুমে। সম্ভব না হলে অনলাইন তো আছেই।