Chair Poetry Evenings
চেয়ার পোয়েট্রি ইভনিংস।
শেষ আপডেট: 2nd December 2024 19:52
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের অন্যতম বৃহৎ কবিতা উৎসব হিসেবে স্বীকৃত, কলকাতার 'চেয়ার পোয়েট্রি ইভনিংস' (Chair Poetry Evenings) এবার সপ্তম বছরে পা দিল। ৩০ নভেম্বর কলকাতার ভারতীয় ভাষা পরিষদে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।
উৎসবের প্রথম দিনই আয়ারল্যান্ড, আমেরিকা, লিথুয়ানিয়া, স্লোভাকিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস, কাজাখস্তান, মেক্সিকো, যুক্তরাজ্য, ডোমিনিকান প্রজাতন্ত্র, ফিলিপাইনস এবং ভারতের নানা প্রান্ত থেকে অংশগ্রহণকারী মোট ১২টি দেশের কবিরা তাঁদের কবিতা পরিবেশন করেন।