শেষ আপডেট: 5th January 2023 15:44
দ্য ওয়াল ব্যুরো: সদ্য পার করে আসা বছরে স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছে দেশ। তবে একইসঙ্গে এই গর্বের আলোর আড়ালে থেকে গেছে, দেশভাগের (Partition) আঁধারও। বস্তুত, স্বাধীনতার উদ্যাপন মানেই দেশভাগের ইতিহাসও ফিরে দেখা।
দেশভাগের এই ইতিহাসও রোজ লেখা হচ্ছে সময় ও অভিজ্ঞতার নিরীখে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পালটে যাচ্ছে এই বিভাজনের অভিজ্ঞান। সেইভাবেই বদলাচ্ছে দেশভাগের গল্প, কবিতা, স্মৃতিকথার চলাচল। নতুন নতুন সংকলন প্রকাশ পাচ্ছে নতুন আঙ্গিকে।
এবার উদ্যোগ নেওয়া হয়েছে, বাংলা ভাষায় রচিত সেই স্মৃতিকথাগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদের মাধ্যমে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ারও। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও সংস্কৃতি চর্চা বিভাগ এবং একটি প্রকাশনা সংস্থা একসঙ্গে এমনই একটি উদ্যোগে সামিল হল।
এই উদ্যোগের ফসল হিসেবে, 'বর্ডার বাংলা ভাগের দেওয়াল' বইটির নির্বাচিত স্মৃতিলেখকে একটি কর্মশালার মাধ্যমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও সংস্কৃতি চর্চা বিভাগ অনুবাদ করেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪ শিক্ষক কর্মশালায় অংশ নিয়েছিলেন।
এখানে যে স্মৃতিকথাগুলি নির্বাচন করা হয়েছিল, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিবাসী বিশিষ্টজন ও সাধারণের রচনা। তরুণ সান্যালের পাশাপাশি অনূদিত হয়েছে হাসান আজিজুল হকের লেখা, বা কপিলকৃষ্ণ ঠাকুরের পাশাপাশি অনূদিত হয়েছে চোরা হাফিজুলের স্মৃতিলেখ।
এই অনুবাদ্গুলি সংকলিত করেই ‘ডিভাইডেড: পার্টিশন মেমোয়ারস ফ্রম টু বেঙ্গলস’ শিরোনামে একটি গ্রন্থ প্রকাশিত হল। অংশুমান কর সম্পাদিত এই বইটিতে রয়েছে বত্রিশ পৃষ্ঠার এক দীর্ঘ ভূমিকা। তাতে সম্পাদক যে কেবল দেশভাগ, বর্ডার নির্মাণের নানা প্রায়োগিক ও নৈতিক দিক নিয়ে আলোচনা করেছেন, তাই নয়, সেই সঙ্গে ‘বয়ান্ট মেমরি’ নামক একটি নতুন ধারণারও অবতারণা করেছেন।
৪ জানুয়ারি এই বইটি প্রকাশ করলেন শ্রী স্বপ্নময় চক্রবর্তী। উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা, অধীর বিশ্বাস। অনুষ্ঠানে একটি আলোচনায় অংশ নেন অর্ণবকুমার সিনহা, হিমাদ্রি লাহিড়ি ও অংশুমান কর। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়েরও। তবে জরুরি প্রশাসনিক কাজে আটকে পড়ায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
আলাপনের লিখিত একটি ভাষণ এই অনুষ্ঠানে পড়া হয়। তিনি বলেন, 'দেশভাগ আমাদের জাতীয় জীবনে বিপর্যয়ের সূচক ছিল এবং বঙ্গজীবনে সেই বিপর্যয়ের ধারাবাহিক প্রভাব আমরা আজও নানাভাবে দেখতে পাই। দেশভাগের ও ছিন্নমূলত্বের বঙ্গীয় বেদনা যত আন্তর্জাতিক ভাষায় সম্প্রচারিত হয়, ততই মঙ্গল।'
সলিল চৌধুরীর ছোটদের গান এবার কমিকসের আকারে, উদ্বোধনে কন্যা অন্তরা চৌধুরী