শেষ আপডেট: 16th December 2020 12:56
রূপাঞ্জন গোস্বামী
ছোটখাটো চেহারার মজাদার ফরাসি মানুষটি সাঙ্কেতিক ভাষায় ভবিষ্যদ্বাণী করে তাক লাগিয়ে দিতেন মার্সেইয়ের মানুষদের। এলাকায় তাই মানুষটি ছিলেন তুমুল জনপ্রিয়। তবে ফ্রান্সের রাজা দ্বিতীয় হেনরিকে নিয়ে তাঁর এক ভবিষ্যদ্বাণী রাতারাতি মানুষটিকে বিখ্যাত করে দিয়েছিল। ১৫৫৫ সালে রহস্যময় সাঙ্কেতিক ভাষায় তিনি বলেছিলেন, “একজন অন্ধ মানুষ রাজা হবেন। মাত্র একবার লড়েই জোয়ান সিংহ বুড়ো সিংহকে যুদ্ধক্ষেত্রে হারাবে। সোনার খাঁচার ভেতর তার চোখ ক্ষতিগ্রস্থ হবে। তারপর বুড়ো সিংহ মারা যাবে।" এর মাত্র চার বছর পর, অসিযুদ্ধ অভ্যাস করার সময়, বিপক্ষের অসির ফলা সোনার হেলমেট ভেদ করে প্রবেশ করেছিল ফ্রান্সের রাজা দ্বিতীয় হেনরি চোখে। প্রতিপক্ষ ছিলেন 'কাউন্ট অফ মন্টোগোমারি'। রাজার থেকে তিনি বয়সে ছিলেন অনেক ছোট। মারাত্মকভাবে আহত হওয়ার দশদিন পর প্রয়াত হয়েছিলেন দ্বিতীয় হেনরি। মিলে গিয়েছিল ফরাসি চিকিৎসক ও জ্যোতিষী নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণী। [caption id="attachment_287070" align="aligncenter" width="970"] নস্ট্রাদামুস[/caption] ১৫৫৫ সালে নস্ট্রাদামুস লিখে ফেলেছিলেন দুনিয়া কাঁপানো Les Prophéties বইটি। সমকালীন ফরাসি ভাষায় Les Prophéties বইটি লেখা হলেও, সাঙ্কেতিক কবিতাগুলির মধ্যে ইতালিয়, গ্রিক, হিব্রু ও ল্যাটিন শব্দও পাওয়া গিয়েছে। চার ও ছ'লাইনের ৬৩৩৮টি অন্তমিলহীন সাঙ্কেতিক কবিতার মাধ্যমে আগামী ৩৭৯৭ বছরের ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। আগামী ৩৭৯৭টি বছরের প্রত্যেক বছরে সারা বিশ্বে কী কী ঘটনা ঘটবে, তারই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন নস্ট্রাদামুস। পৃথিবীর শেষ দিনটির বিষয়েও ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন তিনি। বলে গিয়েছেন, শেষের সেই দিনে পৃথিবী জুড়ে মহাপ্লাবন হবে। সেই মহাপ্লাবনের পরেই মহাকাশে উঠবে ধূমকেতুর ঝড়। সেই ঝড়েই ধ্বংস হবে পৃথিবী। অবশ্য তিনি কিছুটা সময় দিয়ে গিয়েছেন। বলে গিয়েছেন, পৃথিবীর শেষ দিনটি আসতে এখনও ৫০০০ বছর দেরি আছে। [caption id="attachment_287072" align="aligncenter" width="694"] নস্ট্রাদামুসের দুনিয়া কাঁপানো বই 'Les Prophéties'[/caption] নস্ট্রাদামুসের সাংকেতিক কবিতাগুলির ব্যাখ্যাকারেরা বলে থাকেন, তাঁর ভবিষ্যদ্বাণীর সত্তর শতাংশই এ পর্যন্ত মিলে গিয়েছে। নস্ট্রাদামুস মিলিয়ে দিয়েছেন নেপোলিয়নের উত্থান, হিটলারের উত্থান ও পতন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জন এফ কেনেডির হত্যা, চাঁদে মানুষের পদার্পণ, উপসাগরীয় যুদ্ধ, সাদ্দামের উত্থান ও পতন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হানা ও টুইন টাওয়ার ধ্বংসের ঘটনাও। এমনকি মিলিয়ে দিয়েছিলেন নিজের মৃত্যু নিয়ে করা ভবিষ্যদ্বাণীও। নস্ট্রাদামুস বলেছিলেন, শোয়ার ঘরের খাট ও টেবিলের মাঝে সন্ধ্যাবেলা তাঁকে মৃত অবস্থায় পাওয়া যাবে। ১৫৬৬ সালের ২ জুলাই, বাষট্টি বছরের নস্ট্রাদামুসকে সত্যিই সন্ধ্যাবেলাতে মৃত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল তাঁর শোওয়ার ঘরের খাট ও টেবিলের মাঝের মেঝেতে।