Latest News

স্বমহিমায় শঙ্কু

এ যেন টাইমমেশিনে চড়ে লহমায় ফিরে যাওয়া তিন দশক আগে।

বই-কথা

১৩৯৯ সালের পূজাবার্ষিকী আনন্দমেলায় প্রকাশিত হয়েছিল প্রোফেসর শঙ্কুর দু’টি অসমাপ্ত কাহিনি “ইনটেলেকট্রন” আর “ড্রেক্সেল আইল্যান্ডের ঘটনা”। পরে সেই অসমাপ্ত গল্প দু’টিই গ্রন্থবদ্ধ হলেও পাঠকের মনে আফশোস থেকে যায় গল্পটার শেষ জানার জন্য। আটাশ বছর পর সেই গল্প দু’টিই সত্যজিৎ-এর স্টাইলে শেষ করলেন সুদীপ দেব।
সাহিত্যের এই বিশেষ ধারাকে বলা হয়, প্যাস্টিশ। সংখ্যায় কম হলেও বাংলা সাহিত্যে এইরকম উদাহরণ অবশ্য আগেও পাওয়া যায়। ভুবনমোহন রায়ের “সুন্দরবনে সাত বৎসর” উপন্যাসটি দীর্ঘ সময় পর শেষ করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রেমেন্দ্র মিত্র-র “হট্টমালার দেশে” শেষ করেন লীলা মজুমদার।
প্রোফেসর শঙ্কুর এই দু’টি কাহিনির সম্পূর্ণ রূপ সন্দীপ রায়ের অনুমোদনক্রমে দু-মলাটে গ্রন্থবদ্ধ হল কল্পবিশ্ব পাবলিকেশনস-এর সৌজন্যে। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন হর্ষমোহন চট্টরাজ। বইয়ের সামগ্রিক বিন্যাসেও সত্যজিৎ রায়ের মূল গ্রন্থসজ্জার ছাপ। এ যেন টাইমমেশিনে চড়ে লহমায় ফিরে যাওয়া তিন দশক আগে।

স্বমহিমায় শঙ্কু
সত্যজিৎ রায় ও সুদীপ দেব
কল্পবিশ্ব পাবলিকেশনস
দাম: ১৫০ টাকা।

You might also like