শেষ আপডেট: 21st December 2024 12:47
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের মোস্ট স্টাইলিশ পিপল-এর স্থান পেল মু দেং। বিশ্বখ্যাত আমেরিকান সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের বিচারে চলতি বছরের সবথেকে কেতাদুরস্তদের তালিকায় উঠে এসেছে চার মাসের এই পিগমি হিপোপটেমাসটিও। বামন জলহস্তিটির নামই মু দেং। বিশ্বের তামাম কেতাদুরস্তদের তালিকায় যেখানে ভারতের ধনকুবের মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও পুত্রবধূ রাধিকা মার্চেন্টের নামও রয়েছে, সেখানে বিস্ময়করভাবে স্থান করে নিয়েছে মু দেং।
সম্প্রতি নিউইয়র্ক টাইমস ৬৩ মোস্ট স্টাইলিশ পিপল অফ ২০২৪-এর তালিকা প্রকাশ করেছে। সেখানে মু দেং-এর নাম ও ছবি দেখে গোটা দুনিয়া মেতে উঠেছে আনন্দে। এতদিন এই জলহস্তি ভাইরাল ছবি ও ভিডিওতে বিখ্যাত হয়ে উঠেছিল কচি-বুড়ো সকলের কাছেই। কখনও খাওয়া, হাঁ মুখ দেখানো, কিংবা নড়েচড়ে বেড়ানোর পোজ দিয়ে এই ছোট্টখাট্ট জলহস্তিটি সকলের আদরের প্রিয়পাত্র হয়ে উঠেছিল। নিজস্ব স্টাইল বা কেতা এবং ব্যক্তিত্বের কারণে তাকেই বেছে নিয়েছে তালিকা তৈরির প্যানেল।
২০২৪ সালের গোড়ার দিকে জন্ম মু দেং-এর। প্রথম তার খেলার ছলে ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে ভাইরাল হয়ে যায় তার ছবি। এই মেয়ে জলহস্তিটি লক্ষ লক্ষ নেটবাসীর চোখের মণি হয়ে ওঠে কিছুদিনেই। নিউইয়র্ক টাইমস মু দেং-এর নাম অন্তর্ভুক্তির সপক্ষে যুক্তি দিয়ে বলেছে, সে বিশ্বের সব বয়সের মানুষের মন জয় করেছে। তবে এ নিয়ে জলঘোলাও শুরু হয়েছে পাঠক-নেটিজেনদের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি জলহস্তি কী করে স্টাইলের প্রতীক হতে পারে? অনেকে আবার মত দিয়েছেন, চিরাচরিত প্রথার বাইরে গিয়ে এই বাছাই-কর্মটি হয়েছে, যা প্রশংসার।
ভারতের মধ্যে এই ৬৩ জনের তালিকায় স্থান পেয়েছেন মুকেশ-নীতা পুত্র অনন্ত আম্বানি ও পুত্রবধূ রাধিকা মার্চেন্ট। এই দম্পতি আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন বিভিন্ন ড্রেস কোড, রংবেরঙের জেল্লাদার পোশাক, বৈভব এবং তারকাখচিত রাজকীয় বিবাহ অনুষ্ঠানে। মুম্বইয়ে আনুষ্ঠানিক বিয়ের আগে যুগলের প্রাকবিবাহ অনুষ্ঠানগুলি ও প্রমোদতরণীতে বিলাসের খবরও বিশ্বজোড়া তারিফ কুড়িয়েছে।