শেষ আপডেট: 11th April 2021 10:47
হামিরউদ্দিন মিদ্যা
দিঘিটার একটা অন্য নাম থাকতেও পারত। এ-গাঁয়ের মানুষ আর কোনও নতুন নামকরণ করেনি। সেই কোনকাল আগে নাকি দামোদরের বান ধেয়ে এসেছিল, আর বানের পানি খুবলে নিয়েছিল নদীপাড়ের অনেক জমির মাটি। পরে পলির চর ফেলে ফেলে নদীটা অনেকদূর পিছিয়ে গেলেও, মল্লিকবাবুরা কয়েকটা জমির খাল আর বুজোয়নি। বরঞ্চ গাঁয়ের যত মুনিষজন ছিল, সবাইকে কাজে লাগিয়ে, ঝপাঝপ কোদাল চালিয়ে, ঝুড়ি ঝুড়ি মাটি তুলে খালগুলো সংযোগ করে নিয়েছিল। সেই থেকেই খালের পানিতে মাছচাষ হয়ে আসছে। এখনও সবাই বলে খালপাড়।