শেষ আপডেট: 5th March 2022 09:45
ইরাবতী মিত্র
কতদিন পরে বেড়াতে যাওয়ার কথা হচ্ছে। কেবল আমরা চারজন। সোয়েটার, টুপি, চাদর প্যাক করতে হবে - ভেবেই খুব আনন্দ হচ্ছিল। রণোর সঙ্গে শমীও হইচই করে নানা প্ল্যান করতে থাকল। আমি এতোটা খুলতে পারিনা নিজেকে। সবচেয়ে আনন্দের ব্যাপার হল – অনেকদিন পরে রণো নিজে থেকে একটা পরিকল্পনা করতে চেয়েছে! কোন একটা ইচ্ছের কথা জানিয়েছে। পাহাড়ের কথা উঠলে আগে রণো আঁতকে উঠতো! তিথির ব্যাপারটা ঘটার পর থেকেই কোনও কথায় পাহাড়ের সামান্য উল্লেখও সহ্য করতে পারতো না ছেলেটা! আর আজ নিজে থেকেই যেতে চাইছে! আবার কি সব আগের মতো হবে তাহলে?