শেষ আপডেট: 11th March 2025 23:42
দ্য ওয়াল ব্যুরো: নারী স্বাধীনতা আলোচনা প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নারীবাদ। বিশ্বজুড়ে লিঙ্গভিত্তিক শ্রমে নারীকে করা হয়েছে গোটা সংসারের বোঝা বহনকারী বিনা মজুরির শ্রমিক। নারীর স্বপ্ন, ক্ষমতায়নকে বাস্তবায়ন করার লক্ষ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হল দু’দিনের আন্তর্জাতিক আলোচনাসভা। সেইসঙ্গে প্রকাশিত হল বাংলা, হিন্দি ও ইংরেজিতে নারীবাদ নিয়ে লেখা ১০৫টি সংক্ষিপ্ত প্রবন্ধের সংকলন গ্রন্থ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। তিনি বলেন, 'নারী দিবসের অনুষ্ঠান ইঙ্গিত দেয় এখনও অনেক কিছু করার বাকি আছে। যেদিন পৃথিবী থেকে নারী দিবস আয়োজনের গুরুত্ব হারিয়ে যাবে সেদিন হয়তো আমরা সঠিক জায়গায় থাকব।' তিনি আরও বলেন, 'বর্তমান সময়ে কারণে বা অকারণে নারীকে অবহেলিত হতে হচ্ছে। তবে কোনও কিছু ঘটলে নারী-পুরুষ ভুলে সঠিকভাবে ঘটনার তদন্ত করা উচিত। তাই আজকের আলোচনাসভা খুবই প্রাসঙ্গিক।'
আলোচনা সভায় দু’দিনে মোট ৯২ গবেষক নারীবাদ নিয়ে পেপার তৈরি করেছেন। আজ প্রেজেন্ট করলেন অর্ধেকেরও বেশি গবেষক। সুইডেনের অধ্যাপক সুপর্ণা সান্যাল ছাড়াও নারীবাদ নিয়ে বললেন আইএএস নীলাঞ্জনা সেনগুপ্ত, ড. সুস্মিতা চৌধুরী প্রমুখ। নারী ক্ষমতায়নের ওপরে দেখানো হয় রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়ের তৈরি একটি ডকুমেন্টারি ফিল্ম।
নারী উদ্যোক্তাদের নিয়ে একটি এক্সজিবিশনের আয়োজন করা হয়, যেখানে ২৮টি স্টল রয়েছে। যেখান থেকে নারীদের হাতে তৈরি গয়না, পোশাক, বই-সহ বিভিন্ন ঘরোয়া খাবার অল্প দামে বিকোচ্ছে।
উল্লেখ্য, বর্তমান সমাজে নারীরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। কেউ শ্রমিক, কেউ শিক্ষক, কেউ আধিকারিক, কেউ বা দেশের নিরাপত্তার কাজে ব্যস্ত। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর উইমেন্স স্টাডিসের ডিরেক্টর অধ্যাপক কাকলী ধারা মণ্ডল জানালেন, 'এই কর্মসূচির লক্ষ্য নারীদের সম্মান জানানো। তাদের কথা শোনা। পাশাপাশি নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। নারী নিরাপত্তা বর্তমানে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে আছে। এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে সচেতন করাও আমাদের লক্ষ্য।'