শেষ আপডেট: 12th November 2024 18:29
দ্য ওয়াল ব্যুরো: নৈরাজ্যের দেবতা আছড়ে পড়তে চলেছে পৃথিবীর বুকে! অপয়া ১৩-য় অমঙ্গলের পদধ্বনি! মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডিমিনিস্ট্রেশনের (নাসা) চোখ এখন সেই দৈত্যাকার উল্কার দিকে। যা দ্রুতগতিতে ধেয়ে আসছে পৃথিবীতে আছড়ে পড়ার জন্য।
নাসার অনুমান, এই উল্কাপিণ্ডটি এতটাই বড় যা একটি পর্বতের সমান। নাসা যার নাম দিয়েছে নৈরাজ্যের দেবতা। সেটি ১৩ নভেম্বর পৃথিবীর খুব কাছ ঘেঁষে বেরিয়ে যেতে পারে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য সেটি এই গ্রহের ১৯ হাজার মাইল দূর দিয়ে বেরিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে নাসা। যদি দুর্ভাগ্যক্রমে এটি পৃথিবীতে আছড়ে পড়ে, তাহলে নাসার অনুমান, একশো পরমাণু বোমা বিস্ফোরণের মতো অবস্থা হবে।
এই উল্কা বা গ্রহাণুটি হল একটি গ্রহের টুকরো। যা গঠনের সময়েই ভেঙে যায়। সেই টুকরোর একটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে। যার অনেকগুলিই মহাকাশে জ্বলে ভস্ম হয়ে গিয়েছে। সম্প্রতি নাসার জ্যোতির্বিজ্ঞানীরা এ নিয়ে সতর্ক করেছেন। এই গ্রহাণু বা উল্কাটি ৪৫০x ১৭০ মিটার আকৃতির। এটি যদি কোনওভাবে পৃথিবীর মাটি স্পর্শ করে তাহলে অনর্থ ঘটে যাবে। উল্লেখ্য, গত ২০০৪ সাল থেকে নাসা এটিকে পর্যবেক্ষণ করে চলেছে।
সংস্থার নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ সেন্টার জানিয়েছে, তারা নিশ্চিত অন্তত ২০০ বছরের মধ্যে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কোনও সম্ভাবনা নেই। তবে নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাপের এই উল্কার ধ্বংস ক্ষমতা অনেক বেশি। নাসার সতর্কবার্তায় রয়েছে, ১৩ নভেম্বর এটি পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। সংঘর্ষের সম্ভাবনা না থাকলেও এটি পৃথিবীতে আছড়ে পড়লে কয়েকশো পরমাণু বোমা ফাটার দশা হবে পৃথিবীর। বড় বড় ইমারত ধুলো হয়ে খসে পড়বে। সমুদ্রে আছড়ে পড়লে ভয়ঙ্কর সুনামি হয়ে যাবে।