শেষ আপডেট: 31st January 2025 19:44
দ্য ওয়াল ব্যুরো: শীত বিদায়ের পথে। বসন্ত আসছে। প্রেমের ঋতুর আগমন উদযাপন করতে হাজির ফাইভ অ্যান্ড ডাইম। প্রেম ও সরস্বতী পুজোকে সামনে রেখে আয়োজিত হল ‘বসন্ত এসে গেছে।’
সরস্বতী পুজোকে বাঙালিদের ভ্যালেন্টাইনস ডে বলা হয়। তাই উদযাপন খানিকটা দ্বিগুণ। এই বিষয়টি মাথায় রেখেই অনুষ্ঠানের মূল থিম, খাবারের মাধ্যমে ভালবাসার নানা রূপ উদযাপন। বসন্তকে মাথায় রেখে বেশ কিছু পদ তৈরি করা হয়। যা চেখে দেখেন আগত অতিথিরা। অনুষ্ঠানটি তরুণ প্রজন্মের লোকজনের হৃদয় ছুঁয়ে যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও দ্য ইয়েলো টার্টল, ফাইভ অ্যান্ড ডাইম ও আশা অডিওর কর্নধান অপেক্ষা লাহিড়ি। অপেক্ষা লাহিড়ি অনুষ্ঠানটি সম্পর্কে বলেন, 'বসন্ত হল সুখ, ভালবাসা এবং পুনর্জন্মের সময়। সরস্বতী পুজো এক্ষেত্রে উপরিপাওনা। কারণ এই দুই মানুষকে কাছাকাছি নিয়ে আসে। ফাইভ অ্যান্ড ডাইমে আমরা এই মুহূর্তগুলিকে উদযাপন করার চেষ্টা করছি।'
বসন্তে ভালবাসার মানুষকে নিয়ে পৌঁছে যাওয়ার আদর্শ ঠিকানা ফাইভ অ্যান্ড ডাইম। চলে যেতে পারেন আপনিও।