শেষ আপডেট: 8th February 2025 12:18
থামা যাবে না। থেমে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। যে কারণে কবি তাঁর কবিতায় পাঁচবার একটা লাইন মনে করিয়ে দিয়েছেন,
‘তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ করো না পাখা।’
রবীন্দ্রনাথের ‘দুঃসময়’ কেবলই অবগাহনের, উপলব্ধির, আনন্দ-বেদনার মিশ্র সরোদ। এ কবিতা অনুসন্ধানের, স্পর্শ করে কল্পনার আকাশে উড়ে যাওয়া শুভ্র সারসের পাখার মতো। সব ঠিক আছে, কিন্তু এর ভাব, রস, ছন্দে যে দুঃসময় অনুরণিত হয়েছে তা অনেকটা জুড়ে প্রেমেরও।
এসব নিয়ে যখন আলোচনা করছি, দেখা গেছে কারও থুতনি বুক ছুঁয়েছে। কেউ বলছে, আজকাল আর অনুভব করতে পারি না। পরিসংখ্যান বলছে তাঁদের হয় প্রেম কেটে গেছে, না হলে জুটছে না। ইংরেজি ক্যালেন্ডার বলছে আজ প্রোপোজ ডে। অর্থাৎ প্রেম প্রস্তাব দেওয়ার দিন। আজকের এই প্রতিবেদন তাঁদের জন্য যাঁরা অক্ষুণ্ন প্রেমের গর্বে কহিতে চায় ডাকি, যেতে নাহি দিব।
এমন প্রেমের সপ্তাহে কার না ভালবাসি, আই লাভ ইউ শুনতে ইচ্ছে করে? কার না ইচ্ছে করে গেয়ে উঠতে— ‘আমি তো চাইবই অস্ফুটে তুমি বলে ওঠো!’
হ্যাঁ, এবার সে উত্তর দিতে বাধ্য। এমন কিছু টিপস এই প্রতিবেদনে থাকছে, যা অক্ষরে অক্ষরে মেনে চললে আপনার আই লাভ ইউ শোনা কেউ ঠেকাতে পারবে না। বাজি?
সময় নষ্ট না করে তুলে নিন হাতে মোবাইল ফোন। অধৈর্য হয়ে কল করে ফেলবেন না আপনার তাঁকে। বরং যেটা করবেন, সেটা হল মুখের সামনে স্মার্টফোনটি ধরে রেকর্ডার চালু করুন। চরম রোম্যান্টিক ঢঙে বলুন, ‘আই লাভ ইউ’। ব্যাস, এটুকুই যথেষ্ট। এবার ফিরতি আই লাভ ইউ শুনতে রেকর্ডটি প্লে করে দিন। দেখবেন আপনার স্মার্টফোনটিও আপনারই ঢঙে একই আবেদনে বলবে, ‘আই লাভ ইউ’।
এতেও যদি না পোষায়, তাহলে এক কাজ করতে পারেন। গুগলে গিয়ে সার্চ করুন— ‘হাউ টু প্রোনাউন্স আই লাভ ইউ’, দেখবেন স্ক্রিনে একটি স্পিকার গোছের ছবি ভেসে উঠবে। তাতে চাপ দিলেই শুনতে পাবেন আই লাভ ইউ।
না হলে ইউটিউবে যান। গিয়ে সেখানে মিস্টার ইন্ডিয়া সংস লিখে সার্চ করুন। অপশনে আসবে, ‘কাটে নেহি কাটতে’। মন দিয়ে শুনতে থাকুন, কেউ বলুক ছাই না বলুক স্বয়ং শ্রীদেবী আপনাকে পাঁজর ভাঙা আকুতি নিয়ে বলবে ’আই লাভ ইউ’।
দেখুন, প্রচুর ফন্দি ফিকির করে কিছু উপায় বাতলে দিলাম। জানি খারাপ লাগতে পারে। অস্বাভাবিক কিছু নয়, কী আর করবেন বলুন, বিস্তীর্ণ ঘনিয়ে আসা সন্ধ্যায় আর কিছু নয়, অন্তত থেমে না থেকে প্রেমে পড়তে থাকুন। কারণ কবিই বলেছেন,
“উড়াব ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথমাঝে
দুর্দম বেগে, দুঃসহতম কাজে।
রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব,
চাই না শান্তি, সান্ত্বনা নাহি চাব।
পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি,
ছিন্ন পালের কাছি,
মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব—
তুমি আছ, আমি আছি।”