শেষ আপডেট: 10th January 2021 06:29
দ্য ওয়াল ব্যুরো: ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে বেড়াতে যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় নিঃসন্দেহে শীতকাল। আর যদি পরিযায়ী পাখি নিয়ে আগ্রহ থাকে, হ্যাঁ, তাহলেও ভ্রমণের সেরা সময় সেই নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এইসময় সাইবেরিয়া অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসে পশ্চিমবঙ্গ সহ ভারতের নানা প্রান্তের জলাভূমিগুলোতে। শুধু সাইবেরিয়াই নয়, ইউরোপ, রাশিয়া, চিন, কিংবা তিব্বতের শীতার্ত এলাকাগুলো থেকে এই ঋতুতে নানা প্রজাতির পাখি উড়ে আসে তিনদিক সমুদ্রে ঘেরা তুলনায় উষ্ণ ভারতের মাটিতে৷ আবার শীত কমতে শুরু করলেই পুরোনো পথ ধরে তারা ফিরে যায় নিজেদের দেশে যার যার পুরোনো আস্তানায়। শীতকাল ছাড়া সারাবছর এসব পাখিদের দেখা মেলে না বলেই এরা 'অতিথি পাখি' বা 'পরিযায়ী' পাখি৷