শেষ আপডেট: 12th December 2018 12:31
দ্য ওয়াল ব্যুরো: অবিশ্বাসীরা তাঁকে ফুৎকারে উড়িয়ে দিতে দ্বিধা করেন না। তাঁরা বলেন মানুষটি চিকিৎসক হয়েও ভ্রান্ত পথের পথিক। অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির এক কুসংস্কারচ্ছন্ন জ্যোতিষী। কেউ বলেন সবজান্তা ফরাসি বুজরুক। অন্যদিকে বিশ্বের এক বিরাট অংশের গবেষকরা বলেন, এ পর্যন্ত যে সব ঘটনার সঙ্কেত দিয়েছেন, অক্ষরে অক্ষরে সেগুলি মিলে গেছে। তাঁর বইয়ের বিভিন্ন ভাষার এডিশন বাজার থেকে হট কেকের মতো উড়ে যায়। তাই, একটা কথা মানতেই হবে, যে যাই বলুন, ষোড়শ শতাব্দীর দুনিয়া কাঁপানো জ্যোতিষী নস্ট্রাদামুস আছেন নস্ট্রাদামুসেই। তাই, মৃত্যুর ৪৫২ বছর পরেও তাঁর ভবিষ্যৎবাণীর টর্নেডোতে আজ তোলপাড় ডিজিটাল বিশ্ব।