শেষ আপডেট: 5th January 2019 11:32
রূপাঞ্জন গোস্বামী
মিষ্টি চেহারা ও স্বভাবের গাড়োয়ালি যুবক যশবন্ত সিং। ভারতীয় সেনাবাহিনীর জওয়ান, নম্বর ৪০৩৯০০৯, বয়স মাত্র ২১ বছর। যশবন্ত অরুণাচলের তাওয়াং সীমান্ত প্রহরায় আছেন তাঁর ৪ নং গাড়োয়াল রেজিমেন্টের সঙ্গে। হাসি, ঠাট্টা, গানে, গল্পে তিনি জমিয়ে রাখেন তাঁর ইউনিটকে। তিনি সবার প্রিয়। সকালে তাঁর মুখ দেখলে নাকি দিন ভালো যায়। ডিউটি চেঞ্জের সময় পোস্ট থেকে ক্যাম্পে যাওয়া আসার পথে রোজ তাঁর দেখা হয় দুই মনপা উপজাতীয় সুন্দরী যুবতীর সঙ্গে। সুন্দরী যুবতী দুটির গাল গোলাপের মতো লাল, একজনের নাম সেলা অন্যজন তার ছোট বোন নুরা। সুঠাম চেহারা আর মিষ্টি স্বভাবের যশবন্তকে তারা অল্প কয়েকদিনের মধ্যেই ভালোবেসে ফেলল। ভারতের পূর্বাঞ্চলের পাহাড়গুলিতে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সে সমাজে নারীরাই সর্বেসর্বা। মেয়েরা এগিয়ে এসে অক্লেশে ছেলেদেরকে প্রেম নিবেদন করতে পারে। তাই একদিন দুজনে একসাথে যশবন্তকে প্রেম নিবেদন করে বসলো। চমকে উঠলেন যশবন্ত, ফর্সা মুখ মুহূর্তে লাল হয়ে গেলো, "শুনুন, এসব কী বলছেন ? আমি বিবাহিত, বাড়িতে আমার স্ত্রী আছে"। কিন্তু প্রেমে অন্ধ দুই পাহাড়ি তরুণী নাছোড়বান্দা। সেলা আর নুরা বললো, "চিন্তা নেই, আমরা দুজন তোমার দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী হতেও রাজি। তোমার প্রথম স্ত্রীকে আমরা আমাদের বড় দিদি হিসেবে সেবা করবো"। [caption id="attachment_67867" align="aligncenter" width="726"]