শেষ আপডেট: 26th January 2025 20:56
দ্য ওয়াল ব্যুরো: প্রাকৃতিক রঙ দিয়ে তুলির টান, অদ্ভুত সব সৃষ্টি শিল্পী বিনায়ক রুকুর। তাঁর কল্পনায় আঁকা ছবি, তাঁর সৃষ্টি নিয়ে সম্প্রতি হয়ে গেল এক প্রদর্শনী। ২১, ২২ ও ২৩ জানুয়ারি জোড় বাংলার ওই প্রদর্শনীতে জায়গা পেল তাঁরই ২১টি ছবি। চাহিদা বাড়তে থাকায় শেষ পর্যন্ত ৪৫টি ছবি প্রদর্শনীতে আসে এবং বিক্রিও হয়।
'এক ঘর রুকুর ছবি'-নামে এই প্রদর্শনীর মূল বিষয় ছিল গ্যালাক্সি। শিল্পী নিজের মনে মাধুরী যোগ করে যা সৃষ্টি করেছেন, তা মন ছুঁয়ে গেছে সকলের। উজালা নীল, রান্নাঘরের হলুদ, নুন, চুন ইত্যাদি এবং রং তুলির সঙ্গে ছুরি, কোলাজ করার জন্য কাগজ কুচি ইত্যাদি এই সমস্ত ছবিতে ব্যবহার করেছেন শিল্পী বিনায়ক রুকু।
বিশেষভাবে সক্ষম তাই হয়তো তাঁর ছবির ধরনও বিশেষ। তাঁর সৃষ্টিও বিশেষ। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারকে ফুৎকারে উড়িয়ে দিয়ে জীবনে এভাবেই এগিয়ে চলেছেন তিনি। গ্যালাক্সি ছাড়াও কিছু বিমূর্ত রঙের কাজও এই প্রদর্শর্নীতে জায়গা করে নিয়েছিল।ট