তাঁরা অনুপ্রেরণার আলো দেখাচ্ছেন ব্রহ্মাণ্ডজুড়ে! নারী দিবসে তাঁরাই গরবিনী
একরাশ অনুপ্রেরণার গল্প পড়ুন আজ, নারী দিবসে। দ্য ওয়ালের তরফে রইল কুর্নিশ।
Share
সারা পৃথিবী শুধু নয়, আকাশ থেকে সমুদ্র তাঁরা দাপিয়ে বেড়াচ্ছেন অনায়াসে। তাঁরা মশাল জ্বালিয়েছেন আনাচকানাচে। তাঁদের কাহিনিদের একসঙ্গে প্রকাশ করার চেষ্টা করল দ্য ওয়াল। নারীদিবসে গরবিনীদের কুর্নিশ।