
দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার ১২ই ডিসেম্বর কলেজস্ট্রিটে প্রকাশিত হল লেখক পল্লব হালদারের মনস্তাত্ত্বিক গল্প সংকলন ‘অর্ক সমগ্র-১’। সেই উপলক্ষে কলেজস্ট্রিটের ‘দ্য ইন্ডিয়ান কফি হাউস’-এর ত্রিতলে অবস্থিত ‘বইচিত্র’ সভাঘরে বইটির প্রকাশনা সংস্থা ‘ধী প্রকাশনী’-র উদ্যোগে অনুষ্ঠিত হল একটি সাহিত্য সভাও। উপস্থিত ছিলেন মনীষ মুখোপাধ্যায়, তমোঘ্ন নস্কর, ড. পল্লব বসু, রণদীপ নন্দী সহ বহু স্বনামধন্য লেখক। তাঁরা সকলেই প্রকাশনীর প্রথম উদ্যোগ হিসাবে বইটির গুণমানের বিশেষ প্রশংসা করেন।কাহিনির কেন্দ্রীয় চরিত্র অর্ক প্রসঙ্গে বলতে গিয়ে লেখক জানালেন, অর্ক কোনও প্রথাগত সুপার হিরো নয় যে প্রতিটা রহস্যের সমাধান করতে পারে। বরং সে রক্ত-মাংসে গড়া একজন সাধারণ মানুষ। যার ভুল হয়; ঘাত-প্রতিঘাতে ভেঙেও পড়ে মাঝেমধ্যে। তার একমাত্র অস্ত্র যুক্তিবাদী মন ও মনস্তত্ত্বের জ্ঞান। আফ্রিকার প্রেক্ষপটের সাথে রহস্য ও অলৌকিকতা গল্পগুলোকে এক অন্য মাত্রা দেবে বলে আশা করেছেন লেখক।
সংকলন বিষয়ে লেখক মনীষ মুখোপাধ্যায় জানিয়েছেন, “ধী প্রকাশনীর প্রথম কাজ হিসেবে অর্ক সমগ্র যথেষ্ট ইমপ্রেসিভ কাজ। প্রচ্ছদ শিল্পী অভিব্রতর কাজও অসামান্য।” প্রায় একই সুরে কথা বলেছেন আরেক বিশিষ্ট অতিথি লেখক ডা. পল্লব বসুও। তিনি বলেন “আশা রাখি, ধী যে ভালোবাসা নিয়ে তাঁদের প্রথম বইয়ের কাজ সম্পন্ন করেছে, সেই ধী এবং সততার সঙ্গে তাঁরা ভবিষ্যতেও কাজ করে যাবে…”
প্রকাশনা সংস্থা হিসাবে ‘ধী প্রকাশনী’ও এই বইটিকে ঘিরে তাঁদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন পাঠকদের সঙ্গে। লেখক নিজেও জানান তাঁর অভিজ্ঞতার কথা। এর আগে লেখক তাঁর গল্পের মুখ্য চরিত্র ‘ড. অর্ক সেন’-কে নিয়ে বহু কাহিনি লিখেছেন সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংকলনে। কাহিনির লিখনশৈলি ও বিষয়বস্তু সম্বন্ধে এদিন নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন পাঠকেরা, লেখকের কাছে বেশ কিছু প্রশ্নও রাখেন এ বিষয়ে।