Latest News

গোরুর রচনা ও অন্যান্য গল্প

বই-কথা

কখনও সাদামাটা জীবনযাপনে চমকে ওঠার মতো কিছু, কখনও চোরা দীর্ঘশ্বাস। কোথাও রাজনৈতিক সমীকরণ, কোথাও নিছকই নিস্তরঙ্গ বিচ্ছিন্ন ঘটনা। এই বইয়ে সংকলিত ষোলোটি গল্প বিষয়বৈচিত্র্যে পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে নিশ্চয়ই। সেইসঙ্গে ঘটনার বয়ে চলা নদীর নীচে পড়ে থাকা নুড়ি-পাথরের মতো ছোট-বড় সত্যের সন্ধানও পাবেন পাঠক। উজ্জ্বল রায়ের গল্প বলার ধরনটি অন্যরকম। অনেক গল্পেরই সূত্রপাত হয় আগে ঘটে যাওয়া কোনও ঘটনাকে আড়ালে রেখে। তারপর ধীরে ধীরে গল্পটি গড়ে ওঠে। আড়াল ছেড়ে বেরিয়ে আসতে থাকে চেনা-অচেনা সব মানুষ, তাদের সুখ-দুঃখের কথা, দিনযাপন।

তবে সবচেয়ে বড় বিষয় হল, লেখক গল্পের আড়াল থেকে সামনে নিয়ে আসেন কোনও না কোনও সত্য যা পাঠককে চমকে দেয় না কিন্তু ভাবতে বাধ্য করে। খানিকটা তির্যক ভঙ্গি, ঝরঝরে বয়ান, স্বাদু গদ্যের মিশেলে গল্প পড়িয়ে নেওয়ার এক মুন্সিয়ানা তিনি উপস্থিত করেন লেখায়। যে দৃষ্টিতে তিনি চারপাশের জগতকে দেখেন, সেই দৃষ্টি চারিয়ে দিতে চান পাঠকের মধ্যেও। তা নির্মোহ এবং শিল্পসম্মত। তাঁর গল্পে অতীত ও বর্তমান মিলেমিশে যায়। গল্প থেকে যেতে চায় ভবিষ্যৎ সময়ের দস্তাবেজ হয়েও।

গোরুর রচনা ও অন্যান্য গল্প

উজ্জ্বল রায়

পরশপাথর প্র‌কাশন

১৭৫ টাকা

You might also like