
মধুরিমা রায়
৭ই মার্চ, ২০১৭ দিনটা না এলেই ভালো হত। চলে গেছেন কালিকা প্রসাদ। চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। দোহারের বাকি সদস্যরা বেঁচে গেলেও ড্রাইভারের পাশের সিটে বসা কালিকাপ্রসাদকে আর ফেরানো যায়নি। প্রসাদ দার গলায়,সুরে আর কোনও গান হবে না বিশ্বাস করতে পারেন না বাঙালী। সুরকার হিসেবে পরিচালক কৌশিক গাঙ্গুলির বিসর্জনে তাঁর বন্ধু তোর লাইগ্যা যে আবেদন রেখেছে তাতে এখনও চোখ ভিজে যায় বহু সঙ্গীতপ্রেমীর। তাই তাঁর শশরীরে না থাকা মেনে নিতে পারেন না অনেকেই।
