Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’ক্যান্টিন কর্মীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ ফড়নবিস, 'নিন্দনীয় ঘটনায়' উপযুক্ত পদক্ষেপের দাবিওড়িশায় গাড়িতে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু! কীভাবে দুর্ঘটনা? দ্য ওয়ালকে বললেন তৃণমূল বিধায়কBihar Bandh: রাহুল গান্ধীর মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল পাপ্পু যাদব, কানাইহা কুমারকে, ভাইরাল ভিডিওউত্তমকুমারের না, শরৎচন্দ্রের শ্রীকান্তর ভূমিকায় গুরু দত্ত আর অভয়া হয়ে এলেন গীতা দত্ত
Baskin Robbins Celebrates Valentine's Day

রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে, উদযাপনে 'মিষ্টি' মুখ বাসকিন রবিনসের

এই ভ্যালেন্টাইনস ডে বাসকিন রবিন্স উদযাপন করছে ডেজার্টের মাধ্যমে। ভালবাসার যেমন নানা রং, তেমনই এই সংস্থার সানডেগুলোর নানা স্বাদ প্রতিটি প্রেমের গল্পকে বিশেষ করে তুলবে।

রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে, উদযাপনে 'মিষ্টি' মুখ বাসকিন রবিনসের

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 13 February 2025 06:26

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ভালবাসার দিবস। প্রেম উদযাপনের দিন। এই ভ্যালেন্টাইনস ডে বাসকিন রবিন্স উদযাপন করছে ডেজার্টের মাধ্যমে। ভালবাসার যেমন নানা রং, তেমনই এই সংস্থার সানডেগুলোর নানা স্বাদ প্রতিটি প্রেমের গল্পকে বিশেষ করে তুলবে।

ভ্যালেন্টাইস ডে উপলক্ষ্যে কী কী বিশেষ সানডে এই কদিন পাওয়া যাবে? দেখে নিন।

চকলেট লাভার্স ওয়াফল সানডে – চিরস্থায়ী প্রেম উদযাপন করার জন্য

যে ভালবাসা চিরকাল থেকে যায়, তা সত্য প্রেম। তেমনই বাসকিন রবিন্সের চকলেট লাভার্স ওয়াফল সানডে—ডাচ চকোলেট আইসক্রিম, উষ্ণ ওয়াফল, ব্রাউনি, চকোলেট চিপস ও বাটারস্কচ এবং চকলেট সসের মিশেলে তৈরি। দুর্দান্ত এই পদ যে কারও ভাল লাগবে। দাম ৩২০ টাকা + জিএসটি।

ভ্যানিলা অ্যাফেয়ার ব্রাউনি সানডে – খাঁটি প্রেম

সরল অথচ গভীর ভালবাসার প্রতীক এই ভ্যানিলা অ্যাফেয়ার ব্রাউনি সানডে। পৃথিবীর সেরা ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে গরমাগরম ব্রাউনি, উপরে হট ফাজ বা বাটারস্কচ সসের অপূর্ব সংমিশ্রণ—এক কথায় প্রেমের স্বর্গীয় স্বাদ!

ক্রসোঁ কোন সানডে – নতুন প্রেম 

নতুন প্রেম সবসময়ই রোমাঞ্চকর, আকস্মিক এবং অপ্রতিরোধ্য—ঠিক যেমন বাসকিন রবিন্সের ক্রসোঁ কোন সানডে! গরম, খসখসে ক্রসোঁ কোনের উপর আইসক্রিম, খেতে মন্দ লাগবে না। দাম মাত্রা ১৯৫ টাকা + জিএসটি।

স্ট্রবেরি চিজকেক সানডে – চিজি প্রেম

কেউ বলে প্রেম মিষ্টি, কেউ বলে নাটকীয়—কিন্তু বাসকিন রবিন্স বলছে, প্রেম চিজি হতে পারে (সেরা অর্থেই)। দুষ্টুমিভরা প্রেমের উদযাপন করতে হলে স্ট্রবেরি চিজকেক সানডের চেয়ে ভাল আর কিছু নেই। উপরে স্ট্রবেরি সসের সঙ্গে এটা পারফেক্ট কম্বো। দাম ২৮৫ টাকা। দিতে হবে জিএসটি।

চকো লাভা কেক সানডে – প্রথম প্রেম

প্রথম প্রেম মিষ্টি, রোমাঞ্চকর এবং ছোট ছোট স্মৃতিতে ভরা থাকে। ঠিক যেমন চকো লাভা কেক সানডে! হট চকোলেটের সঙ্গে ক্রিমি চকোলেট আইসক্রিম মিশিয়ে দেওয়া হয়। দাম মোটে ২০৫ টাকা।


ভিডিও স্টোরি