শেষ আপডেট: 28th January 2025 20:52
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে হোক বা বিশেষ অনুষ্ঠান, কস্টিউমের সঙ্গে গয়না ম্যাচিং হওয়া মাস্ট। নাহলে সাজটাই কেমন সাদামাটা থেকে যায়। দোকানে গিয়ে মূলত রেডিমেড গয়না বেছে নিতে হয় সকলকে। ইচ্ছেমতো গয়নার নকশা বানিয়ে নেওয়ার সুযোগ সেভাবে থাকে না। বিশেষ করে শাড়ি রেখে তার পার বা জমির সঙ্গে মিলিয়ে গয়না বেছে নেওয়ার সুবিধা এ শহরের বড় কোনও ব্র্যান্ডে তেমন নেই। মুশকিল আসানে তাই শহরে হাজির গয়নার বুটিক। মঙ্গলবার শুরু হল যাত্রা।
গয়নার বুটিক। নামটার মধ্যেই একটা নতুনত্ব রয়েছে। কারণ পোশাকের বুটিক শোনা গেলেও গয়নাতেও যে এমন হয়, তা অনেকের কাছেই অজানা। এই কনসেপ্টের স্রষ্টা ভ্রমর মল্লিক। যিনি নিজে গোল্ড বুলিয়ানের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকার সুবাদে গয়নার নকশার প্রেমে পড়েন। সেখান থেকে গয়না নকশা নিয়ে পড়াশোনা করেন ও তারপর অওরামের কাজ শুরু করেন। প্রায় দুবছর কঠোর পরিশ্রম ও একাধিক পর্যায়ে কাজের পর তাঁর বুটিকের স্বপ্ন বাস্তবায়িত হয়।
তাঁর এই স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করেন মেয়ে তিতাস সাধু। যিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য। বছরের অর্ধেক দিন দেশের বাইরে থাকলেও যেকদিন বাড়িতে থাকেন। চুঁচুড়ায় নিজের পরিবারের সঙ্গে থাকেন, মাকে সাহায্য করেন। বিভিন্ন দেশের গয়নার গল্প মায়ের সঙ্গে শেয়ার করেন। এবার থেকে এর সঙ্গেই জুড়ল অওরামের কাজ। কথা দিলেন, ফাঁক পেলেই মায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।
মঙ্গলবার অওরামের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ঝুলন গোস্বামী ও স্নেহাশিস গাঙ্গুলি। দুজনেই খেলার জগতের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত হলেও সাজগোজে কম যান না। গয়না নিয়ে রয়েছে ইন্টারেস্টও। ঝুলন শুভেচ্ছা জানান অওরামকে। ঘুরে দেখেন গোটা দোকান। মেয়ে হিসেবে তিনিও গয়না ভালবাসেন বলে জানান।
এদিকে দোকানে এসেই গয়না পছন্দ করে ফেলেন সিএবি সভাপতি। তিনি গয়নার নকশা দেখেন। প্রত্যেকটি গয়না অপূর্ব, এমন ফিডব্যাকও দেন। তিতাসের সঙ্গে বেশ খানিকটা সময় কাটান। ঘুরে দেখেন অওরামের প্রতিটা সেকশন।