শেষ আপডেট: 2nd November 2024 18:23
সম্প্রতি বনগাঁ নাট্যোৎসবে পরিবেশিত হল অভি চক্রবর্তী নির্দেশিত, সম্পাদিত ও সংযোজিত 'আবার বাঞ্ছা'। নির্ভর মনোজ মিত্রের নাটক 'সাজানো বাগান'। মূল নাটকের নামটিকে অভি একটি বিশেষ চরিত্রে কেন্দ্রীভূত করলেন। তাতে জনপ্রিয় চরিত্রটির মাধ্যমে একদিকে যেমন থিয়েটারের বাইরের বিপুল সংখ্যক মানুষের সঙ্গে সাবলীল কমিউনিকেশনের অবকাশ তৈরি হল, একইভাবে কিন্তু সাধারণের অতিপরিচিত উঠোনে দাঁড়িয়ে ওই চরিত্রের অভিনেতা নারায়ণ গোস্বামী সহ সকলেরই ওপরে বর্তাল একটা বিপুল দায়িত্বভার। রাজা গুহ, অরূপ গোস্বামী, অসীম দাস, গৌতম বসু, সুকান্ত পাল, অঞ্জন, শুভদীপ বিশ্বাস, সুপর্ণা চক্রবর্তী, রিচিক বাগচী, অভিজিৎ বণিক, সুপ্রিয় ভৌমিক, পাপিয়া ভৌমিক, শ্রেয়া সরকার এবং সংগীতা চক্রবর্তী — সকলেই সেই ভার যথাযথ বহন করে চরিত্রগুলোকে বিবর্তনের পথে এগিয়ে নিলেন। একটি মাত্র চরিত্রকে জীবিত রাখতে এতজনের সমবেত চেষ্টা আবারও মনে করিয়ে দেয় যে থিয়েটার একটা কমিউনিস্ট টুল। সুষ্ঠুভাবে বেঁচে গেল শুধু নয়, আরও সামর্থ্য অর্জন করল আমাদের বাঞ্ছা। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী মফসসলের তো বটেই তৃতীয় বিশ্বের দেশগুলোর সংখ্যাগরিষ্ঠের পালস্ বোঝেন অভি। বাঞ্ছা তো আসলে সেই বিপুল সংখ্যক মানুষেরই মনোবাঞ্ছা। সেই মানুষগুলোর প্রতিনিধিত্ব করতেই 'আবার' ফিরতে হয় চরিত্রটিকে।