বেলা ১টা পর্যন্ত বাংলায় ভোটের হার
শেষ আপডেট: 13 May 2024 08:18
দ্য ওয়াল ব্যুরো: যত বেলা বাড়ছে বাংলায় চতুর্থ দফার ভোটে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে বাংলার আটটি কেন্দ্রের নানা জায়গায়। তবে তার বড় কোনও প্রভাব ভোটের শতাংশে পড়ছে না। কারণ বেলা ১টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৫০ শতাংশের উপর।
সকাল ৯টায় ভোট শতাংশের হার ছিল ১৫ শতাংশ, তা বেলা ১১টায় বেড়ে হয় প্রায় ৩৩ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বেলা ১টায় বাংলায় ভোট পড়েছে ৫১.৮৭ শতাংশ। এতক্ষণ পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে ছিল বহরমপুর। কিন্তু সেই কেন্দ্রকে এখন ছাপিয়ে গেছে বর্ধমান পূর্ব। ৫৫ শতাংশের বেশি ভোট পড়েছে সেখানে। এই হারে সবথেকে পিছিয়ে রয়েছে আসানসোল।
কোন কেন্দ্রে কত ভোট
বহরমপুর - ৫২.২৭ শতাংশ
কৃষ্ণনগর - ৪৯.৭২ শতাংশ
রানাঘাট - ৫২.৭০ শতাংশ
বর্ধমান পূর্ব - ৫৫.৮৭ শতাংশ
বর্ধমান-দুর্গাপুর - ৫০.৩০ শতাংশ
আসানসোল - ৪৯.৫৫ শতাংশ
বোলপুর - ৫৪.৮১ শতাংশ
বীরভূম - ৪৯.৬৩ শতাংশ
চতুর্থ দফার ভোটে আটটি কেন্দ্রে মোট ৫৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বর্ধমান পূর্বে। সেখানে মোট ১৫২ কোম্পানি বাহিনী রয়েছে। তবে ভোটের উত্তেজনা এখন সবথেকে বেশি রয়েছে ওই কেন্দ্রেই। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন একাধিক তৃণমূল কর্মী। এমনকী, দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা জওয়ানদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।