শেষ আপডেট: 7th May 2024 12:49
দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় দফার ভোটে শুরু হওয়ার পর বাংলায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বড় কোনও অশান্তি হয়নি। সকাল ন'টা পর্যন্ত রাজ্যের চার কেন্দ্র মিলিয়ে ভোটের হার ছিল ১৪.৬০ শতাংশ। বেলা ১১টায় সেই শতাংশ অনেকটাই বাড়ল।
সকাল ১১ টা পর্যন্ত বাংলার ৪ টি লোকসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩২.৮২ শতাংশ। অন্যদিকে, একটি বিধানসভায় উপনির্বাচনের ভোট শতাংশ ২৯.৩৯ শতাংশ। কোন আসনে কত ভোট পড়ল দেখে নেওয়া যাক।
মালদহ উত্তর - ৩১.৭৩ শতাংশ
মালদহ দক্ষিণ - ৩৩.০৯ শতাংশ
জঙ্গিপুর - ৩৩.৮১ শতাংশ
মুর্শিদাবাদ - ৩২.৭২ শতাংশ
অর্থাৎ ৪ টি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ভোট পড়েছে ৩২.৮২ শতাংশ। আর ভগবানগোলা উপনির্বাচনে এখনও পর্যন্ত ভোট পড়েছে ২৯.৩৯ শতাংশ।
মঙ্গলবার তৃতীয় দফায় দেশের ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৪টি আসনে ভোট গ্রহণ চলছে। এই দফায় জাতীয় ও আঞ্চলিক নেতৃত্ব মিলিয়ে একাধিক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে। তাদের মধ্যে অন্যতম কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিপিএম নেতা মহম্মদ সেলিম। বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী।