শেষ আপডেট: 7th May 2024 13:59
দ্য ওয়াল ব্যুরো: বেলা যত বাড়ছে, বাংলায় ভোটের হারও বাড়ছে। মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচনে রাজ্যে সকাল ১১টা পর্যন্ত প্রায় ৩৩ শতাংশ ভোট পড়েছিল। বেলা ১টায় সেই শতাংশ গিয়ে দাঁড়াল প্রায় ৫০ শতাংশে! ভোটদানের হারে সবথেকে এগিয়ে মুর্শিদাবাদ।
বেলা ১টা পর্যন্ত বাংলার ৪ টি লোকসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৯.২৭ শতাংশ। অন্যদিকে, একটি ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচনের ভোট শতাংশ ৪৬.৪০ শতাংশ। বাকি কেন্দ্রগুলিতে কোথায় কত ভোট পড়েছে তা দেখে নেওয়া যাক এক নজরে।
বেলা ১টা পর্যন্ত বাংলায় ভোটের হার ৪৯.২৭ শতাংশ
মালদহ উত্তর - ৪৭.৮৯ শতাংশ
মালদহ দক্ষিণ - ৪৮.৬৫ শতাংশ
জঙ্গিপুর - ৪৯.৯১ শতাংশ
মুর্শিদাবাদ - ৫০.৫৮ শতাংশ
ভগবানগোলা (উপনির্বাচন) - ৪৬.৪০ শতাংশ
বাংলায় চার কেন্দ্রের নির্বাচনে সকাল থেকে যে যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার খবর এসেছে তা মূলত জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ থেকে। তবে দেখা যাচ্ছে এই দুই কেন্দ্রেই ভোটদানের হার সবথেকে বেশি। মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছিল। তৃণমূল তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছে।
এই বিষয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিককে এই রিপোর্ট জমা দিতে হবে।