শেষ আপডেট: 20th May 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে শুরু হয়েছে পঞ্চম দফার ভোট। তবে ভোটদানের হার আপাতত নির্বাচন কমিশনের কাছে বেশ ইতিবাচক। সকাল ৯টা পর্যন্ত বাংলার সাতটি কেন্দ্রে ভোট পড়েছিল ১৫.৩৫ শতাংশ। সকাল ১১টায় সেই হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৩ শতাংশ।
বাংলায় সোমবার যে সাতটি কেন্দ্রে ভোট চলছে সেগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। সকাল ১১টা পর্যন্ত কোন কেন্দ্রে কত ভোট পড়েছে তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এক ঝলকে দেখে নেওয়া যাক ভোটদানের হার কোথায় কত।
সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ভোট পড়েছে ৩২.৭০ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে আরামবাগ। সবথেকে কম ভোট পড়েছে ব্যারাকপুরে। দুই কেন্দ্রেই ভোট শুরুর আগে অশান্তির ঘটনা ঘটেছে। সকাল থেকেও এই কেন্দ্রগুলি থেকে উত্তেজনার খবর আসছে।
পঞ্চম দফায় বাংলার কেন্দ্রগুলির নিরাপত্তার জন্য প্রায় ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আগে ৬১৩ কোম্পানি বাহিনী মোতায়েনের কথা থাকলেও পরে আরও ৩৭ কোম্পানি বাহিনী বাড়িয়েছে নির্বাচন কমিশন।