প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 8 April 2024 09:32
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছেন মমতাবালা ঠাকুর। তৃণমূল শিবির এবার এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন ছুড়ে দিল।
রবিবার সন্ধ্যার পর তৃণমূল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিল। তাতে দেখা গেছে, এক ব্যক্তি হাতুড়ি গিয়ে একটি গেটের তালা ভাঙার চেষ্টা করছেন। তিনি না পেরে অপর একজনকে হাতুড়ি দিয়ে দেন এবং তাঁকে তালা ভাঙার নির্দেশ দেন। তৃণমূলের দাবি, ওই ব্যক্তি শান্তনু ঠাকুর। এবং তিনি নিজের অনুগামীদের নিয়ে মমতাবালা ঠাকুরের বাড়িতে হামলা চালান। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কার্যত চ্যালেঞ্জ জানিয়েছে তৃণমূল।
শাসক শিবির বলছে, ''শান্তনু ঠাকুর এবং তাঁর দলবল মমতাবালা ঠাকুরের বাড়িতে হামলা করেছে। মমতাবালা এবং তাঁর মেয়েকে সারারাত বাড়ির বাইরে থাকতে বাধ্য করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় নারীশক্তির কথা বলেন। তাহলে তিনি কি এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি তিনিও এই ধরনের হামলার ঘটনার সমর্থন করে শান্তনু ঠাকুরদের পাশে দাঁড়াবেন?''
Yesterday, BJP MP @Shantanu_bjp, and his coterie of hoodlums, went on a rampage – storming into Boro Ma Binapani Devi's room and ransacking it.
— All India Trinamool Congress (@AITCofficial) April 8, 2024
Our Rajya Sabha MP Mamata Thakur and her daughter were locked out of their room and were forced to spend the night on the streets.… pic.twitter.com/ZlNbOIt2dt
এই ঘটনায় শান্তনু ঠাকুর সহ ১৩ জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করা থেকে শুরু করে, অশ্রাব্য ভাষায় গালি দেওয়ার অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, প্রাণনাশের হুমকিও দিয়েছেন শান্তনু এবং তাঁর অনুগামীরা, এই অভিযোগ করেছেন মমতাবালা ঠাকুর।
যদিও শান্তনু ঠাকুরের দাবি, তাঁকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এমন একজনকে সাংসদ বানিয়েছেন যিনি ঠাকুরবাড়ির গরিমা, ইতিহাস, সৌজন্যতা কিছু জানেন না। তিনি কোনও ডাকাতি করতে বা চুরি করতে ঘরে ঢোকেননি।
গোটা ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে ধর্নায় বসেছেন মমতাবালা ঠাকুর। মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। বিকেল ৪টে থেকে সেই মিছিল শুরু হবে।