শেষ আপডেট: 25th May 2024 15:54
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ভোটের আগে ফের উত্তেজনা ভাঙড়ে। এবার রাতের অন্ধকারে তৃণমূল পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনার জন্য আইএসএফকেই দায়ী করেছে তৃণমূল। শনিবার খবর পেয়ে ঘটনাস্থলে গেছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়াতে তৃণমূলের একটি পার্টি অফিস রয়েছে। শুক্রবার গভীর রাতে সেখানেই আগুন লাগিয়ে দেওয়া হয়। এমনকী এক তৃণমূল সমর্থকের মুদিখানার দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে আগুনে পুড়ে যাওয়া পার্টি অফিস ও দোকান দেখতে পেয়ে পুলিশে খবর দেন সেই দোকানদারই । পার্টির কর্মীরাও ছুটে আসেন। এলাকায় উত্তেজনা ছডিয়ে পড়ে।
তৃণমূল কংগ্রেসের দাবি, আইএসএফের দুষ্কৃতীরা এই কাজ করেছে। পার্টি অফিসে থাকা তৃণমূলের দলীয় পতাকা, ডেমো ব্যালট পেপার, স্লিপ এমনকী টেলিভিশন সহ একাধিক জিনিস পুরে ছাই হয়ে গেছে। মুদিখানার দোকানও জ্বালিয়ে দেওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তৃণমূল সমর্থক সেই দোকানের মালিক।
খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তাঁর দাবি, এলাকার আইএসএফ কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও তৃণমূল বিধায়কের এই অভিযোগ অস্বাধীকর করেছে আইএসএফ। আগুন লাগার কারণ জানতে তদন্তে নেমেছে উত্তর কাশিপুর থানার পুলিশ।