শেষ আপডেট: 11th June 2024 21:47
দ্য ওয়াল ব্যুরো: ঘাটালের তিনবারের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে এবার 'দাদাগিরি'র অভিযোগে সরব হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
মদনের কথায়, "দেবকে আমি অনুরোধ করব, তুমি সিনেমায় ছিলে তো! সিনেমায় তুমি এক নম্বর। আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমাক পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। এতে তোমারও ক্ষতি, বাংলারও ক্ষতি।"
ঘটনার সূত্রপাত, সম্প্রতি নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে মারধর করার অভিযোগ উঠেছে অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহমের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ সামনে আসার পর সোহমের সমালোচনায় সরব হয়েছিলেন দেব। বলেছিলেন, "সোহমকে বুদ্ধিমান বলে ভাবতাম। তবে সোহমের এই কাজ করা উচিত হয়নি। জনপ্রতিনিধিদের এসব থেকে দূরে থাকা উচিত।"
বিতর্কের জেরে সোহম প্রকাশ্যে ক্ষমাও চান। ততক্ষণে রেস্তোরাঁ মালিক অভিনেতা-বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করায় পাল্টা অভিযোগ দায়ের করেন সোহমও। এবার এই প্রসঙ্গেই সোহমকে সমর্থন করে দেবের মন্তব্যের তীব্র সমালোচনা করে মদন বললেন, "এই সোহমকে আমি দেখিনি। তবে সোহমের পাশে দাঁড়ানো নয়, ভুল করেছো, ক্ষমা চেয়ে নাও না বলে কঠিন সমালোচনা করেছেন দেব। ওটা দাদাগিরি হয়ে গেল।"
মদন আরও বলেন, "সোহমকে কিছু বলার দরকার হলে দল আছে, দলের কোর কমিটি আছে, অভিষেক-মমতা বন্দ্যোপাধ্যায় আছেন।"
এ ব্যাপারে দেবের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে হঠাৎ করে কামারহাটির বর্ষীয়ান তৃণমূল বিধায়ক কেন ঘাটালের সাংসদের সমালোচনায় সরব হলেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেরই প্রশ্ন, শুধুই সোহম নাকি ঘটনার নেপথ্যে অন্য প্রেক্ষাপট রয়েছে?