শেষ আপডেট: 19th April 2024 07:16
দ্য ওয়াল ব্যুরো: ভোট শুরুর আগে বৃহস্পতিবার রাতেই উত্তপ্ত হয়েছে কোচবিহার। দিনহাটায় দুই তৃণমূল কর্মী আহত হয়েছিলেন। পাশাপাশি তুফানগঞ্জেও বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। এই পরিস্থিতির মধ্যেই কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তাঁর বাড়িতে অস্ত্র রাখা এবং দুষ্কৃতীদের আশ্রয় দেওয়ার মতো অভিযোগ করা হয়েছে।
তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দাবি করেছে, নিশীথ প্রামাণিকের বাড়িতে অস্ত্র মজুত করা হয়েছে। এছাড়া তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ন্ত্রণ করছেন ভোটের জন্য। একই সঙ্গে তৃণমূলের অভিযোগ, নিশীথের বাড়িতে এমন মানুষদের আশ্রয় দেওয়া হয়েছে যারা কোচবিহারের ভোটার নয়। এইসব অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার অনুরোধ করা হয়েছে তৃণমূলের তরফে।
নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তাই তিনি কেন্দ্রীয় বাহিনীকে নিজের সুবিধা মতো মোতায়েন করতে চাইছেন বলে দাবি তৃণমূলের। এমনকী যাঁরা স্ট্রংরুমের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁদের সরিয়ে নতুন নির্দেশ জারি করে সিআরপিএফ জওয়ানদের সেখানে মোতায়েন করা হয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে। তৃণমূল বলছে, স্ট্রংরুমে কারও যাতায়াত নিয়ন্ত্রণ করতে পারার জন্যই এই কাজ করেছেন নিশীথ।
রাতের ঘটনার পর শুক্রবার সকালেও কোচবিহারে উত্তেজনা ছড়িয়েছে। ১৮ নম্বর ওয়ার্ডের তোর্সার চর এলাকায় বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি ভোটারদের ভয় দেখানো, বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
প্রসঙ্গত, কোচবিহারে ভোটের জন্য ১১২ কোম্পানি ফোর্স আনা হয়েছে। এর পাশাপাশি ৪,৫২০ জন রাজ্য পুলিশও রাখা হয়েছে। শুক্রবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে লোকসভা ভোট রয়েছে। তিনটি কেন্দ্রের মধ্যে কোচবিহারে সবচেয়ে বেশি ফোর্স মোতায়েন করা হয়েছে।