শেষ আপডেট: 29th March 2024 19:47
দ্য ওয়াল ব্যুরো: বরাহনগর ও ভগবানগোলা বিধানসভার উপ নির্বাচনের জন্য মঙ্গলবার প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। বুধবার দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূলও। বরাহনগরে প্রার্থী করা হচ্ছে, দলের রাজ্য সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। আর মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী করা হচ্ছে রেয়াত হোসেন সরকারকে।
ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি সম্প্রতি মারা গেছেন। সেই কারণে সেখানে উপ নির্বাচন হবে। আর বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বিধানসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন। সেই কারণে উপ নির্বাচন হচ্ছে বরানগরে।
মমতা বন্দ্যোপাধ্যায় বরানগরের উপ নির্বাচনে যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী করতে চাইছেন তা সবার আগে একমাত্র লিখেছিল দ্য ওয়াল। সেই প্রতিবেদনেই পষ্টাপষ্টি লেখা হয়েছিল যে কেন সায়ন্তিকাকেই বেছে নিলেন তিনি। তার কারণ আর কিছু নয়, এক যাত্রায় আলাদা ফল হতে দিলেন না দিদি।
একুশের বিধানসভা ভোটের সময়ে টলিপাড়ার এক ঝাঁক মুখ তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী ইতিমধ্যে বিধায়ক হয়েছেন। সায়নী ও সায়ন্তিকা বিধানসভা ভোটে জিততে পারেননি। তাঁদের সংগঠনে দায়িত্ব দেওয়া হয়। সায়নীকে করা হয় যুব সভানেত্রী আর সায়ন্তিকাকে রাজ্য সম্পাদক করা হয়। এবার যাদবপুর লোকসভা আসনে টিকিট পেয়েছেন সায়নী। সায়ন্তিকার আশা ছিল তিনি বাঁকুড়া লোকসভা আসনে টিকিট পাবেন। কিন্তু বাঁকুড়ায় দল স্থানীয় নেতা তথা তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে প্রার্থী করেছে। তাতে হতাশ হন সায়ন্তিকা। কিন্তু ব্রিগেডে লোকসভার প্রার্থী ঘোষণার সময়েই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যাঁদের টিকিট দেওয়া গেল না তাঁদের বিধানসভা ভোটের সময়ে টিকিট দেওয়ার চেষ্টা করবেন তিনি। প্রথম সুযোগেই প্রার্থী করা হল সায়ন্তিকাকে।
অন্যদিকে ভগবানগোলা সংখ্যালঘু অধ্যুষিত আসন। ৬২ শতাংশ মুসলিম ভোট রয়েছে সেখানে। তাই স্থানীয় সংখ্যালঘু মুখ রেয়াত হোসেন সরকারকে সেখানে প্রার্থী করা হয়েছে।