শেষ আপডেট: 10th April 2024 14:09
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ঘোষণা হল আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম। এই আসনে লড়াই করবেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এই বঙ্গে প্রচারে এসে তাঁর নাম ঘোষণা করলেন অমিত শাহ।
বাংলার দুটি আসনে প্রার্থী ঘোষণা বাকি ছিল বিজেপির। এক আসানসোল ও দুই ডায়মন্ডহারবার। প্রার্থী তালিকা প্রকাশের প্রথম দফাতেই ভোজপুরী গায়ক ও অভিনেতা পবন সিংকে আসানসোলের প্রার্থী করার কথা ঘোষণা করা হয়। কিন্তু পরদিনই পবন জানিয়ে দেন তিনি লড়বেন না। এরপর থেকেই কে হবেন আসানসোলের প্রার্থী তা নিয়ে বাড়ছিল জল্পনা। একটা সময় মনে করা হয়েছিল স্থানীয় নেতা জিতেন্দ্র তিওয়ারিই আসানসোলে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
রবিবার সকালে সাংবাদিক বৈঠক করে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বড় অভিযোগ আনে তৃণমূল। বাংলায় শাসক দলের অভিযোগ, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মামলা সাজানোর জন্য এনআইএ কর্তার বাড়িতে গিয়ে সাদা খামে টাকা দিয়ে এসেছেন জিতেন্দ্র। আসানসোলের বিজেপি নেতা এই অভিযোগ শুধু অস্বীকার করেছেন তা নয়, মানহানির মামলা করারও পাল্টা হুঁশিয়ারিও দেন।
বুধবার সব জল্পনার অবসান হল। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সভা থেকে অমিত শাহ ঘোষণা করলেন আসানসোলের বিজেপি প্রার্থীর নাম। কোনও নতুন মুখে ভরসা করেনি বিজেপি। বর্ধমান-দুর্গাপুরের প্রাক্তন সাংসদ এস এস আলুওয়ালিয়াকেই এবার আসানসোল কেন্দ্রে প্রার্থী করা হল।
২০১৪ তে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ছিলেন সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া। কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং চাননি বলে ২০১৯ সালে সুরিন্দরকে দার্জিলিঙে প্রার্থী করেনি বিজেপি। সেবারই আসানসোলের ভূমিপুত্র সুরিন্দর দাবি করেছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রেই প্রার্থী করা হোক তাঁকে। কারণ, এই শহরেই তাঁর জন্ম, বেড়ে ওঠা। ভূমিপুত্র হিসাবে বাড়তি সুবিধা পাবেন। কিন্তু আসানসোলে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে সেখান থেকে সরাতে চাননি অমিত শাহরা। মনে করেছিলেন বাবুলকে আসানসোল থেকে সরালে তাঁর উপর অবিচার করা হবে। আবার সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া দলের অনেক দিনের নেতা। সুষমা স্বরাজের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই সুরিন্দর বিজেপির অন্দরমহলে পরিচিত। তার উপর ২০১৪র লোকসভায় এই রাজ্যের দুই বিজেপি সাংসদের মধ্যে তিনি ছিলেন একজন। তাই তাঁকে টিকিট দেওয়া-না দেওয়া নিয়ে সেবার আতান্তরে পড়ে যায় বিজেপি শীর্ষ নেতৃত্ব। এই পরিস্থিতিতে ২০১৯ সালে সুরিন্দরকে প্রস্তাব দেওয়া হয়, আসানসোল লাগোয়া বর্ধমান-দুর্গাপুর আসন থেকে প্রার্থী হতে। তিনিও রাজি হন।
এবার দশচক্রে পছন্দের সেই আসানসোল আসনেই প্রার্থী হলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। ভূমিপুত্রের কতটা অ্যাডভান্টেজ তিনি নিতে পারেন সেটাই এখন দেখার।