ভিভিপ্যাট মামলায় রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট - ফাইল চিত্র
শেষ আপডেট: 24 April 2024 11:18
দ্য ওয়াল ব্যুরো: ভিভিপ্যাটের সব কাগজের টুকরো গণনা করতে হবে। কংগ্রেস সহ একাধিক বিরোধী দল এমন দাবি করেছিল। সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তবে এখনই এই মামলার রায় দিল না শীর্ষ আদালত। সমস্ত ভোটের বুথে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখা হবে কিনা, সেই প্রশ্নের উত্তর পেতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে।
বুধবার নির্বাচন কমিশনের আধিকারিকদের আদালতে হাজির হতে বলেছিল সুপ্রিম কোর্ট। আসলে এই বিষয়টি নিয়ে আগেই আপত্তি তুলেছিল নির্বাচন কমিশন। তাঁদের বক্তব্য ছিল, সমস্ত বুথে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখা মানে আবার ব্যালটের জমানায় ফিরে যাওয়া। এই মামলার শুনানিতে শীর্ষ আদালতও কার্যত সেই সুরেই জানিয়েছে, তাঁরা নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারেন না।
নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। নির্বাচন প্রক্রিয়াকে আরও সুরক্ষিত করতে তাঁরা যা করার করবে। এই ব্যাপারে হস্তক্ষেপ করছে না সুপ্রিম কোর্ট। বুধবার এমনটাই জানিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। অনুমান করা হয়েছিল, প্রায় এক বছর ধরে চলা এই মামলার রায় ঘোষণা হয়তো বুধবার হবে। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এখনই কোনও সিদ্ধান্তে এল না।
আদালত ইভিএমের খুঁটিনাটি বিষয়ে কয়েকটি প্রশ্নের জবাব চেয়েছিল নির্বাচন কমিশনের কাছে। কেন কমিশন ভিভিপ্যাটের সব কাগজ গুণতে অনীহা প্রকাশ করছে, তারও ব্যাখ্যা চায় আদালত। সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিয়েছে কমিশন। সেই জবাবের ভিত্তিতেই রায়দান হবে আগামী দিনে।
প্রসঙ্গত, ইভিএমে ভোটদানের পরের পর্ব হল ভিভিপ্যাট। ইভিএমে ভোট নথিভুক্ত হওয়ার পর ভিভিপ্যাট বা ভোটার ভেরিফিয়েবল পেপার অডিট ট্রেল মেশিন থেকে এক টুকরো কাগজ বেরিয়ে আসে। সেই কাগজ দেখে ভোটার নিশ্চিত হতে পারেন, যে প্রার্থীকে তিনি ভোটটি দিতে চেয়েছেন, তাঁর পক্ষেই তা নথিভুক্ত হয়েছে কিনা। সাত সেকেন্ড পর কাগজটি একটি ঝুড়িতে গিয়ে জমা হয়।