শেষ আপডেট: 9th March 2024 18:52
দ্য ওয়াল ব্যুরো: উনিশের লোকসভা ভোটের কথা মনে পড়ে? বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা থেকে প্রার্থী করা হয়েছে সৌমিত্র খাঁকে, অথচ আদালতের নির্দেশে জেলায় ঢুকতেই পারছেন না বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তাঁর প্রচার সামলাচ্ছেন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ।
পাঁচ বছরের মধ্যে সেই সৌমিত্র-সুজাতার বিয়ে ভেঙে গেল। ডিভোর্স হয়ে গেল। সুজাতা তৃণমূলে যোগ দিলেন। একুশের ভোটে আরামবাগে পরাস্ত হলেন, তারপর বাঁকুড়ার জয়পুর থেকে জেলা পরিষদের সদস্য হলেন, এবং এখন বিষ্ণুপুরে সেই সুজাতাই সৌমিত্র খাঁর বিরুদ্ধে প্রার্থী হতে চাইছেন।
কত কীই না ঘটে যায় রাজনীতিতে। এখন কৌতূহলের বিষয় হল, সৌমিত্রর বিরুদ্ধে সুজাতাকে প্রার্থী করার আদৌ কি কোনও সম্ভাবনা রয়েছে?
সূত্রের মতে, বিষ্ণুপুরে জেতার ব্যাপারে খুব একটা আশাবাদী নয় শাসক দল। এই আসনটি তফসিলিদের জন্য সংরক্ষিত। তাই সৌমিত্রর বিরুদ্ধে কোনও তফসিলি মুখ দরকার। এ ব্যাপারে তিনজনের নাম বেছেছে শাসক দল।
কিছুদিন আগে বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার তৃণমূলে যোগ দিয়েছেন। বিষ্ণুপুরে প্রার্থী করার ব্যাপারে জোড়াফুলের পয়লা পছন্দ হল হরকালী। কারণ কোতুলপুর হল বিষ্ণুপুর লোকসভার মধ্যে অন্যতম একটি বিধানসভা। তবে এখানে একটা ঝুঁকি রয়েছে। হরকালীকে তৃণমূলের প্রার্থী হতে হলে প্রথমে বিধানসভায় বিজেপি বিধায়কের পদ থেকে ইস্তফা দিতে হবে। জিততে না পারলে তাঁর এ-কূল ও-কূল, দু-কূল যাওয়ার আশঙ্কা।
এই আসনে প্রার্থী করার ব্যাপারে দু’নম্বরে রাখা হয়েছে কল্যাণ শাহকে। তিনি পুরনো কংগ্রেসী নেতা। অতীতে কংগ্রেসের টিকিটে ভোটেও লড়েছেন। আর তিন নম্বরে রয়েছে সুজাতা মণ্ডলের নাম।
বিষ্ণুপুর লোকসভার মধ্যে যে ৭টি বিধানসভা রয়েছে সেগুলি হল বড়জোরা, ওন্দা, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী, খণ্ডঘোষ এবং ইন্দাস। গত লোকসভা ভোটে এই আসনে প্রায় ৮০ হাজার ভোটে জিতেছিল বিজেপি। সেই জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন সুজাতা। এবার প্রাক্তন কর্তা গিন্নি মুখোমুখি লড়াই। সুজাতা প্রার্থী হোন বা না হোন এই প্রথম সৌমিত্রর বিরুদ্ধে সরাসরি প্রচার করতে হবে তাঁকে।