শেষ আপডেট: 28th April 2024 18:06
দ্য ওয়াল ব্যুরো , বাঁকুড়া: ৪৩ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে বাঁকুড়ার তাপমাত্রা। এই গরমে ঠান্ডা পানীয়ই ভরসা। এমন অবস্থায় লোকসভা ভোটের প্রচারে নেমে দলীয় সহকর্মীদের সঙ্গে চপ, বেগুনি, কাঁচা লঙ্কা, শশা, পেঁয়াজ ও ভেজা ছোলা দিয়ে শাল পাতার ঠোঙ্গায় মুড়ি খেতে দেখা গেল 'বিদায়ী' সাংসদ ও প্রার্থী সুভাষ সরকারকে।
এদিন বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগান মোড়ে একটি বৈঠক করেন সুভাষবাবু। সেখানে মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে বলতে মুড়ি খান। সঙ্গে পাঁচ বছরের কাজের খতিয়ান তুলে ধরেন। দেবর্ষি নারদ ও ইন্দ্রকে নিয়ে স্থানীয় এক লোককথাও সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
তিনি বলেন, তীব্র তাপপ্রবাহ প্রচারে সেভাবে বাধা হচ্ছে না। জল প্রচুর খাওয়া হচ্ছে। গ্রামে গিয়ে মানুষের দেওয়া নুন-চিনির জল পান করে একটু ক্লান্তি মিটিয়ে নিচ্ছি। সাধারণ মানুষের দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে বাড়ির বাইরে না বেরোনোই ভাল।
এ বিষয়ে বিজেপি প্রার্থীর কথা সকলেই মেনে চলার চেষ্টা করছেন কারণ সুভাষবাবু আদতে ডাক্তার।