শেষ আপডেট: 9th June 2024 21:31
দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দিল্লি এসেছেন পড়শিদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে তাঁর মেয়ে, সাইমা ওয়াজেদ। আজ, রবিবার শপথ অনুষ্ঠানের আগে দুপুরবেলায়, সেই মা-মেয়েকেই দেখা গেল খাওয়াদাওয়া করতে। সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সাইমা নিজে। তার পরেই তা ভাইরাল হয়ে যায়।
ছবিতে দেখা যায়, মা-মেয়ে খেতে বসেছেন সুদৃশ্য কোনও এক জায়গায়। সামনে টেবিলে সাজানো তিনটি প্লেট। একটি প্লেট হাসিনার সামনে, তাতে আছে এক বড়সড় রাজ কচুরি। চাট বংশের কুলীন পদ বলা যায় একে। মেয়ে সাইমা খাচ্ছেন পাপড়ি চাট। তাঁদের মাঝে আরও একটি প্লেট রাখা আছে, তাতে রয়েছে তিন পিস ধোকলা ও চাটনি।
ছবিটি শেয়ার করে সাইমা লিখেছেন, 'দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথের আগে মায়ের সঙ্গে চটপট কিছু খেয়ে নিই।'
A quick bite with Ma, ahead of Prime Minister @narendramodi’s inauguration in #Delhi later today. pic.twitter.com/IKopudNRAV
— Saima Wazed (@drSaimaWazed) June 9, 2024
স্বাভাবিক ভাবেই ছবিতে লাইক কমেন্টের বন্যা বয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। টেবিলে রাখা ধোকলার দিকে ইঙ্গিত করে অনেকেই অনেক কটাক্ষ করেছেন। যেহেতু নরেন্দ্র মোদীর মাটি গুজরাতের খাবার এই ধোকলা, তাই এই পদ মাঝেমধ্যেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়ে। কেউ আবার মনে করিয়ে দিয়েছেন, দিল্লির এই চাটজাতীয় খাবারগুলির স্বাদ অনবদ্য। কেউ আবার হাসিনার খাবার প্লেটের পাশে রাখা মোবাইল ফোনটিকে লক্ষ্য করে লিখেছেন, হাসিনাই বোধহয় একমাত্র রাষ্ট্রনেতা, যিনি এখনও স্যামসাং ফোন ব্যবহার করেন!
মঙ্গলবার লোকসভা ভোটে জেতার পরেই প্রধানমন্ত্রী মোদীকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা। এই চিঠি নয়াদিল্লির কাছে খুবই স্বস্তিদায়ক মনে হয়েছে। হাসিনা বাছাই করা শব্দে ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষার কথা বারেবারে উল্লেখ করেছেন। দুই দেশের যৌথ স্বার্থে নরেন্দ্র মোদীর সঙ্গে পা পিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন তিনি। এর পরে বুধবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়। হাসিনাকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী। এ মাসের শেষে অথবা আগামী মাসের গোড়ায় হাসিনার দিল্লি সফর নির্ধারিত রয়েছে।