শেষ আপডেট: 15th April 2024 19:39
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: সাঁইথিয়া প্রচারে গিয়ে মেজাজ হারালেন বীরভূমের প্রার্থী শতাব্দী রায়। গ্রামবাসীরা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কেন, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "আপনারা কেন মিথ্যে কথা বলছেন, ওরা আমার কাছে আবেদন করেছেন।"
ঠিক কী হয়েছিল এদিন? সোমবার বীরভূমের বাতাসপুর গ্রামের প্রচারে গেছিলেন তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়। সেই সময় এলাকার বাসিন্দারা তাঁর গাড়ি ঘিরে ধরে। জল, রাস্তা সহ নানা সমস্যার কথা জানান।
ঘটনাস্থলেই দাঁড়িয়েছিলেন সাংবাদিকরা। সেখানে গ্রামবাসীদের জটলাকে বিক্ষোভ বললে সাংবাদিকদের উপর চটে যান শতাব্দী। তিনি বলেন, “গ্রামবাসীরা আমার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়নি। বরং ওঁরা নিজেদের সমস্যা নিয়ে আবেদন করছিলেন। কেন আপনারা এই ঘটনাকে বিক্ষোভ বলছেন?”
উপস্থিত গ্রামবাসীদের বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে তাঁরাও বলেন, "গ্রামের জল-রাস্তা নিয়ে আমরা আবেদন করছিলাম।"
এর আগে রামপুরহাট খরবোনা গ্রামের নির্বাচনী কর্মিসভা হয়েছিল। সেখানে শতাব্দী রায়ও উপস্থিত ছিলেন। ওই সভায় পানীয় জল নিয়ে কর্মীরাও ক্ষোভ প্রকাশ করেন।