শেষ আপডেট: 5 April 2024 07:40
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রচার সভায় সিএএ নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি বলেন, ‘একটা তৃণমূলের লোককেও আমরা নাগরিকত্ব দেব না। তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব। শুধু বড় বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের।'
মঙ্গলবার গাইঘাটার পাঁচপোতা এলাকায় ভোট প্রচারে গেছিলেন শান্তনু ঠাকুর। সেখানেই তিনি নাগরিকত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও। যদিও দ্য ওয়াল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে শান্তনু ঠাকুরকে বলতে শোনা গেছে, "আপনারা সেল্ফ ডিক্লারেশন দেবেন। আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন। কী করতে হবে বলে দেব।" সঙ্গে তিনি আরও বলেন, একটা তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না। তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব। শুধু বড় বড় কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের।"
এখানেই থামেননি শান্তনু তাঁর কথায়, "এটা কেন্দ্রীয় সরকারের রুল। আমি বলছি একজন লোকেরও চাকরি যাবে না। একজনেরও শিক্ষা ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। আমি নিজে সিএএ-তে আবেদন করব। আমি তো সাংসদ। আমি নাগরিক না হলে সাংসদ হলাম কী করে?"
শান্তনু ঠাকুরের এই মন্তব্যেগুলির পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা মমতাবালা ঠাকুর। তিনি বলেন, " আমরাও বলছি, শান্তনু ঠাকুরের যদি হিম্মত থাকে তাহলে একটা বিজেপি কর্মীকে নাগরিকত্ব দিয়ে দেখান। আমরা চাই বিজেপি কর্মীরা নাগরিকত্ব পাক। তাহলে আমরা শান্তি পাব। তৃণমূলের জন্য কোনও চিন্তাভাবনা করতে হবে না। তৃণমূলের জন্য দিদি অনেক করেছেন। অনেক করে চলেছেন। দিদি বলেছেন পশ্চিমবঙ্গের কোনও নাগরিককে বে-নাগরিক হতে দেবেন না।"
শুধু তাই নয়, মমতাবালা শান্তনু ঠাকুরের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "শান্তনু ঠাকুর যদি ভারতীয় নাগরিক না হন, তাহলে তিনি কোন অধিকারে লোকসভা ভোটে টিকিট পেলেন? আগে সেই উত্তর দিক।"