Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
আত্মহত্যার হুমকি দিয়েছিলেন আগেই! ওড়িশায় ছাত্রী-মৃত্যুতে 'প্রাতিষ্ঠানিক হত্যা' বলছেন বিরোধীরা খেজুরির মেলায় দু'জনের মৃত্যুতে রাজনৈতিক তরজা, দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে পরিবারভারতে ঢুকল টেসলা, এসইউভি ওয়াই মডেল দিয়ে শুরু, দামের পুরো তালিকা দিল মাস্কের কোম্পানিমৃত্যু হয়েছিল অন্তত ১০ বছর আগে! হায়দরাবাদের কঙ্কাল কাণ্ডে মোড় ঘোরাল পুরনো ফোন, বাতিল নোটভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর৭২ ঘণ্টায় পাঁচজন গ্রেফতার, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশ
Lok Sabha Election 2024

তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না, শান্তনুর কথায় বিতর্ক

প্রচার সভায় সিএএ নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি বলেন, ‘একটা তৃণমূলের লোককেও আমরা নাগরিকত্ব দেব না। তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব। শুধু বড় বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের।' 

তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না, শান্তনুর কথায় বিতর্ক

শেষ আপডেট: 5 April 2024 07:40

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রচার সভায় সিএএ নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি বলেন, ‘একটা তৃণমূলের লোককেও আমরা নাগরিকত্ব দেব না। তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব। শুধু বড় বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের।' 

মঙ্গলবার গাইঘাটার পাঁচপোতা এলাকায় ভোট প্রচারে গেছিলেন শান্তনু ঠাকুর। সেখানেই তিনি নাগরিকত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই  ভিডিও। যদিও দ্য ওয়াল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।  

ভাইরাল হওয়া ওই ভিডিওতে শান্তনু ঠাকুরকে বলতে শোনা গেছে, "আপনারা সেল্ফ ডিক্লারেশন দেবেন। আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন। কী করতে হবে বলে দেব।" সঙ্গে তিনি আরও বলেন, একটা তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না। তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব। শুধু বড় বড় কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের।" 

এখানেই থামেননি শান্তনু তাঁর কথায়, "এটা কেন্দ্রীয় সরকারের রুল। আমি বলছি একজন লোকেরও চাকরি যাবে না। একজনেরও শিক্ষা ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। আমি নিজে সিএএ-তে আবেদন করব। আমি তো সাংসদ। আমি নাগরিক না হলে সাংসদ হলাম কী করে?" 

শান্তনু ঠাকুরের এই মন্তব্যেগুলির পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা মমতাবালা ঠাকুর। তিনি বলেন, " আমরাও বলছি, শান্তনু ঠাকুরের যদি হিম্মত থাকে তাহলে একটা বিজেপি কর্মীকে নাগরিকত্ব দিয়ে দেখান। আমরা চাই বিজেপি কর্মীরা নাগরিকত্ব পাক। তাহলে আমরা শান্তি পাব। তৃণমূলের জন্য কোনও চিন্তাভাবনা করতে হবে না। তৃণমূলের জন্য দিদি অনেক করেছেন। অনেক করে চলেছেন। দিদি বলেছেন পশ্চিমবঙ্গের কোনও নাগরিককে বে-নাগরিক হতে দেবেন না।"  

শুধু তাই নয়, মমতাবালা শান্তনু ঠাকুরের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "শান্তনু ঠাকুর যদি ভারতীয় নাগরিক না হন, তাহলে তিনি কোন অধিকারে লোকসভা ভোটে টিকিট পেলেন? আগে সেই উত্তর দিক।"


ভিডিও স্টোরি