শেষ আপডেট: 5th April 2024 09:39
দ্য ওয়াল ব্যুরো: ভারতের নির্বাচনী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল রাষ্ট্রসংঘ। তার পাল্টা জবাব দিলেন দেশের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বললেন, ভারতের নির্বাচন নিয়ে রাষ্ট্রসংঘের ভাবনার কোনও প্রয়োজন নেই। ভোট স্বচ্ছ-স্বাভাবিক হবে কিনা, তা নিশ্চিত করে দেবে দেশের মানুষরাই।
রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিচ সম্প্রতি মন্তব্য করেছিলেন, ভারতে সবার অধিকার নির্বাচনের সময় সুরক্ষিত থাকবে বলে তিনি আশা করছেন। রাষ্ট্রসংঘের তরফে করা সেই বক্তব্যেরই জবাব দিলেন জয়শঙ্কর। তাঁর কথায়, ''রাষ্ট্রসংঘকে বলে দিতে হবে না যে, ভারতে কী ভাবে নির্বাচন হবে। সেটা স্বাভাবিক নিয়মে এবং সুস্থ পরিস্থিতিতে হবে কিনা তা নিশ্চিত করার জন্য দেশের মানুষরাই আছেন। তাই তাঁরা যেন নিশ্চিন্তে থাকেন।''
কেরলের তিরুবন্তপুরমের বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখরে হয়ে প্রচারে এসেছিলেন জয়শংকর। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রসংঘের মন্তব্যের জবাব দেন তিনি। আসলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি মামলায় গ্রেফতার হওয়ার পর জার্মানি, আমেরিকার তরফে মন্তব্য করা হয়। তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বার্তা দিয়েছিল তাঁরা। সেই নিয়ে ভারত সরকারও পাল্টা মন্তব্য করেছিল। বলা হয়েছিল, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনও হস্তক্ষেপই বরদাস্ত করা হবে নে। বিষয়টি নিয়ে এখনও পরিস্থিতি সরগরম। তার মধ্যেই আবার লোকসভা ভোট নিয়ে রাষ্ট্রসংঘের বার্তা।
ব্রিটিশ এক সংবাদমাধ্যম আবার ভারতের চাপ বাড়িয়েছে। তাঁরা দাবি করেছে, পুলওয়ামা হামলার পর থেকে জঙ্গি সন্দেহে পাকিস্তানের অন্তত ২০ জনকে নিকেশ করেছে ভারতের গুপ্তচর সংস্থা 'র'। যদিও সেই রিপোর্ট ভুয়ো বলে জানিয়েছে নয়াদিল্লি। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের দাবি, ভারত বিরোধী খবর ছড়ানোর লক্ষ্য নিয়েই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই রিপোর্টকে মানতে চাননি। তাঁর বক্তব্য, পুরোপুরি ভুল তথ্যে ভরা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এমন কোনও ঘটনার সঙ্গে ভারত জড়িত নয়।