Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Lok Sabha Election 2024

রাজ্যের পরবর্তী ডিজির দৌড়ে কে, আলোচনায় ৪ আইপিএস

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি বদলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার নির্দেশ দিয়ে জানানো হয়েছে, অবিলম্বে রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে দিতে হবে।

রাজ্যের পরবর্তী ডিজির দৌড়ে কে, আলোচনায় ৪ আইপিএস

শেষ আপডেট: 18 March 2024 11:45

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি বদলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার নির্দেশ দিয়ে জানানো হয়েছে, অবিলম্বে রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে দিতে হবে। তাঁর জায়গায় রাজ্য পুলিশের ডিজির পদে নিয়োগের জন্য ৩ জন আধিকারিকের নাম রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেই তালিকায় যাঁরা আছেন তাঁদের মধ্যে ডিজি হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন আইপিএস রণবীর কুমার। 

যে কয়েকজনের নাম রাজ্যের পরবর্তী ডিজি হিসেবে উঠে আসছে তাঁরা হলেন রাজেশ কুমার, রণবীর কুমার, বিবেক সহায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়। সোমবার বিকেল ৫টার মধ্যে রাজ্যকে তিনটি নাম পাঠাতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। তার মধ্যে থেকেই একটি নাম বেছে নেবে কমিশন। তবে সূত্রের খবর, এঁদের মধ্যে রণবীর কুমারই হতে পারেন রাজ্য পুলিশের পরবর্তী ডিজি। বর্তমানে ডিজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চে আছেন রণবীর কুমার। অন্যদিকে দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে রয়েছেন রাজেশ কুমার। আর সঞ্জয় মুখোপাধ্যায় এখন ডিজি ফায়ার। 

গত ডিসেম্বরে রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসাবে নিয়োগ করা হয়েছিল রাজীব কুমারকে। তার আগে থেকেই অবশ্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজীব কুমার। সেই আইপিএস অফিসারকেই রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগের তিন মাসের মধ্যেই তাঁকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। যদিও বয়সের ভিত্তিতে সবথেকে বেশি সিনিয়র আইপিএস অফিসার রয়েছেন বিবেক সহায়। যাঁর অবসর আগামী মে মাসে। সেই কারণেই তাঁর ডিজি হওয়ার সম্ভাবনা কম। যদিও পুরো বিষয়টি নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের ওপর। 

আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরই বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এই পদক্ষেপ শুধুমাত্র রাজীব কুমারের ক্ষেত্রে নেওয়া হয়নি। গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও, মিজ়োরাম এবং হিমাচল প্রদেশের সাধারণ প্রশাসনিক বিভাগের সচিবকেও দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।


ভিডিও স্টোরি