Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Ram Navami 2024 Celebration in Ayodhya

রামনবমী নিয়ে তাল ঠুকছে বিজেপি, ভোটের মুখে অযোধ্যায় ৪০ লক্ষ ভক্ত সমাগমের আশায় শান তিরে

উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত প্রায় দেড় কোটি মানুষ মন্দির দর্শন করেছেন।

রামনবমী নিয়ে তাল ঠুকছে বিজেপি, ভোটের মুখে অযোধ্যায় ৪০ লক্ষ ভক্ত সমাগমের আশায় শান তিরে

ফাইল ছবি

শেষ আপডেট: 9 April 2024 11:19

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার পর এই প্রথম হতে চলেছে রামনবমী। আর সেই অনুষ্ঠানকে ঘিরে এখন থেকেই চলছে প্রস্তুতিপর্ব। রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং জেলা প্রশাসন যৌথ উদ্যোগে ব্যবস্থাপনা করছে। ভক্ত সমাগম সামলাতে কী ব্যবস্থা নেওয়া যায়, তা ঠিক করতে চলছে দফায় দফায় বৈঠক। পুলিশ-প্রশাসনের অনুমান, নতুন রামমন্দিরে রামলালার প্রথম জন্মদিনের সাক্ষী থাকতে ৪০ লক্ষ পুণ্যার্থী আসতে পারেন অযোধ্যায়। উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত প্রায় দেড় কোটি মানুষ মন্দির দর্শন করেছেন। তার মধ্যে লাখ দেড়েক বিদেশি পর্যটক রয়েছেন।

 একদিকে কাঠফাটা গরম, তাপপ্রবাহ, লু। অন্যদিকে লোকসভা ভোটের মেজাজ হারানো উত্তাপ। এই দুই বন্ধনীর মধ্যে অযোধ্যায় বসতে চলেছে রামনবমীর মেলা। প্রতিবছরই এই উপলক্ষে এখানে প্রায় দিন দশেক ধরে ভিড় থাকলেও এ বছর সব রেকর্ডকে ছাপিয়ে যাবে রামনবমী উৎসব। ভোটের মধ্যে রামনবমীকে তির-ধনুক করে প্রচার চালানোর মওকা ছাড়তে নারাজ হিন্দুত্ব শিবির। তাই এখন থেকেই রামনবমী নিয়ে জোরদার প্রচার শুরু হয়েছে।

 ভিড় সামলাতে কী ব্যবস্থা?

 এমনিতেই প্রতিদিন রামমন্দিরে এক থেকে দেড় লাখ মানুষ দর্শন করেন। তবে প্রাণপ্রতিষ্ঠার পর এবার অন্তত ৪০ লক্ষ ভক্ত আসবেন বলে অনুমান করা হচ্ছে। তাই ভিড় সামাল দিতে বিশেষ কিছু ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ১৭ এপ্রিল রামনবমী পড়লেও আগামী ৯ তারিখ থেকেই বসে যায় মেলা। নবরাত্রির শুরু থেকে শেষ পর্যন্ত থিকথিকে ভিড় থাকবে বলে অনুমান। অযোধ্যা প্রশাসন ঠিক করেছে, সংগঠিতভাবে মানুষের আসার সুযোগকে প্রাধান্য দিতে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে ভিড় ঠেকানো হবে। যাতে একসঙ্গে বহু মানুষ মন্দির চত্বরে চলে আসতে না পারেন। সেই জায়গাগুলোতে ছাউনি, খাবার জলের ব্যবস্থা রাখা হবে। ভিড় সামলাতে ১৬, ১৭ এবং ১৮ এপ্রিল ২৪ ঘণ্টা মন্দির খোলা রাখার কথা ভাবা হচ্ছে।

 মন্দিরে ঢোকার রাস্তাগুলিতে রেলিং বসানো হচ্ছে। যাতে লাইন দিয়ে মানুষ মন্দিরের কাছে আসতে পারেন। বাড়ানো হচ্ছে লাইনের সংখ্যাও। এছাড়াও গরমে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের দ্রুত চিকিৎসা ও পরিচ্ছন্নতার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে নগর প্রশাসন।

হোটেল ও হোম স্টেগুলিতে ঠাঁই নাই দশা

 অযোধ্যার যত হোটেল ও হোম স্টে আছে, সেগুলি বুক হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশ পর্যটন দফতরের ডিজি বলেন, আদর্শ আচরণবিধি মেনে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। হোম স্টেতে থাকার জন্য বহু মানুষ অনেক আগে থেকে বুক করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও নির্দেশ দিয়েছেন, আগত সকলে যাতে সুষ্ঠুভাবে দর্শন করতে পারেন।

 বিশেষ ট্রেন চালাবে রেল

 উত্তর রেলের লখনউ ডিভিশনের ডিআরএম জানান, আমাদের অনুমান মতো ২০ লক্ষ মানুষ ট্রেন আসতে পারেন। সেইমতো অতিরিক্ত ট্রেন চালানো হবে। লখনউ থেকে অযোধ্যা পর্যন্ত যাতে আধঘণ্টা-৪৫ মিনিটের মধ্যে যাওয়া যায় তার জন্য বেশি গতিতে ট্রেন চালানোর কথা ভাবা হচ্ছে।


ভিডিও স্টোরি