রাজীব কুমার - ফাইল চিত্র
শেষ আপডেট: 18 March 2024 12:40
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশের পর রাজ্যের নতুন ডিজি হয়েছেন বিবেক সহায়। রাজীব কুমারের জায়গায় তিনি দায়িত্ব পেয়েছেন। এবার রাজীবও নতুন পদ পেলেন। সেই নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।
রাজীব কুমারকে ওএসডি করে আইটি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। মনে রাখতে হবে, রাজ্য পুলিশের ডিজি হওয়ার আগে আইটি বিভাগের সচিব ছিলেন রাজীব কুমার। সেই বিভাগেই তাঁকে ফেরানো হল, তবে ওএসডি করে।
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। সেই আবহেই রাজ্য পুলিশের ডিজি বদলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এছাড়া গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। রাজীব কুমারের জায়গায় রাজ্য পুলিশের ডিজির পদে নিয়োগের জন্য ৩ জন আধিকারিকের নাম রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। সেই তালিকায় নাম ছিল রাজেশ কুমার, বিবেক সহায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের। তাঁদের মধ্যে থেকে নতুন ডিজি হয়েছেন বিবেক সহায়।
গত নভেম্বর মাসে বিবেক সহায়কে ডিজি (হোমগার্ড) পদে নিয়োগ করা হয়েছিল। তাঁকে ছাড়াও যে দুজনের নাম তালিকায় ছিল সেই রাজেশ কুমার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান এবং সঞ্জয় মুখোপাধ্যায় এখন ডিজি ফায়ার। এদিকে বিবেক সহায়ের অবসর আগামী মে মাসে হওয়ার কথা। সেই কারণেই তাঁর ডিজি হওয়ার সম্ভাবনা কম ছিল বলেই মনে করছিল ওয়াকিবহাল মহল। কিন্তু অবশেষে তাঁকেই বেছে নিয়েছে রাজ্য় সরকার।