শেষ আপডেট: 15th April 2024 16:59
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি এবং তার ভাবগুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের 'এক জাতি, এক ভাষা, এক নেতা এবং এক মানুষ' তত্ত্বকে তুলোধনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার কেরলে নিজের কেন্দ্র ওয়েনাড়ে এক রোড শোয়ের পর জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি-আরএসএসকে কথায় কথায় বিদ্ধ করেন। তিনি বলেন, এই নির্বাচনে মূল লড়াই আরএসএস এবং কংগ্রেসের ভাবাদর্শের বিরোধের লড়াই।
বিজেপির ধ্যানধারণার বিরোধিতা করে রাহুল বলেন, প্রধানমন্ত্রী এবং বিজেপি কিছুদিন যাবৎ এক জাতি, এক ভাষা, এক নেতা এবং এক মানুষ তত্ত্বে বিভোর রয়েছে। দেশ সম্পর্কে মৌলিক ভুল বোঝাই এই যুক্তি খাড়া করে। কেরল যেখানে অধিকাংশ মানুষ মালয়ালিতে কথা বলেন, হিন্দি প্রায় বোঝেন না। সেখানে দাঁড়িয়ে ভাষা-বিবাদকে উসকে দিয়ে রাহুল বলেন, ভাষাকে রাষ্ট্র উপর থেকে চাপিয়ে দিতে পারে না। ভাষা হল যা হৃদয় থেকে উৎসারিত হয়।
তাঁর কথায়, কেরলের কোনও মানুষকে যদি বলা হয়, আপনার ভাষাটা হিন্দির চেয়ে খারাপ। তাহলে তা ভাষাকে নয়, কেরলের মানুষের অপমান। কেরলের কাউকে যদি বলা হয়, তোমার হৃদয় থেকে যে অনুভূতি বেরিয়ে আসছে তা উত্তরপ্রদেশের লোকটার থেকে খারাপ তাহলে কী হবে?
আঞ্চলিক ভাবাবেগে নাড়া দিয়ে রাহুল আরও বলেন, মালয়ালম শুধুমাত্র একটা ভাষা নয়। এটা আপনাদের সভ্যতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। একটি শিশুকে যখন মালয়ালম শেখানো হয়, তখন কেবলমাত্র কথা বলার জন্য শেখানো হয় না। ভাষাশিক্ষার সঙ্গে তাকে কেরলের ইতিহাস, সংস্কৃতি এবং ভালোবাসা ও শ্রদ্ধাও পড়ানো হয়। শিশুটিকে শেখানো হয় কীভাবে শুনবে, কী ব্যবহার করবে, কীভাবে শ্রদ্ধা দেখাবে। আর এ সবই মাতৃভাষার মাধ্যমে শেখে একটি শিশু। এটা ঠিক যেন একটি পুষ্পস্তবকের দিকে তাকিয়ে লাল গোলাপকে বললাম, দেখো আমরা লাল রং পছন্দ করি না। তুমি সাদা হয়ে যাও, বলেন কংগ্রেস সাংসদ।
রাহুল বলেন, ভারতও হল একটি পুস্পস্তবকের মতো। এখানে সব রংয়ের ফুল আছে। আর সকলেই সম্মান পাওয়ার যোগ্য। ভারতে কেবলমাত্র একজনই নেতা থাকবেন, এই ধ্যানধারণা দেশের গোটা যুব সমাজের পক্ষে অপমান। স্কুলে পড়ে এমন ছেলেমেয়েরা কী দেশের নেতা হতে পারে না! আমার অটো রিকশ চালক ভাই, একজন পুলিশকর্মী আমাদের নেতা হতে পারেন না, প্রশ্ন রাহুলের।
কেন একজন নেতা? দেশে লক্ষ লক্ষ নেতা রয়েছেন। রাহুলের দাবি, এখানেই বিজেপির সঙ্গে কংগ্রেসের মূল পার্থক্য। আমরা মানুষের মনের কথা শুনতে চাই। আমরা প্রতিটি মানুষের জীবনযাত্রা, ভাষা, ধর্ম, সংস্কৃতিকে সম্মান করি। কিন্তু, ওদের লক্ষ্য উপর থেকে চাপিয়ে দেওয়া। রাহুল জোর দিয়ে বলেন, আরএসএসের আদর্শের কাছে নতিস্বীকার করে নেওয়ার জন্য আমরা ব্রিটিশদের তাড়িয়ে স্বাধীনতা অর্জন করিনি। আমরা চাই ভারত শাসন করবে দেশের মানুষ।