শেষ আপডেট: 15th April 2024 11:40
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: প্রচারে বেরিয়ে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানালেন রচনা। মোদীর মহিলা ব্রিগেড গড়ার পরিকল্পনা নিয়ে কটাক্ষ করলেন।
রবিবার বাংলার নতুন বছরের প্রথম দিনে ধনিয়াখালিতে প্রচারে গেছিলেন রচনা। সেখানে গুড়াপে রোড শো করেন। রচনাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়েছিল ভিড়। তা দেখে হাতজোড় করে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান তৃণমূল প্রার্থী।
রচনা বলেন, " আজ পয়লা বৈশাখ প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি। আজ পশ্চিমবঙ্গ দিবস তাই ডবল আনন্দের দিন।"
এদিন লকেট চট্টোপাধ্যায়ও প্রচার করেছেন। গঙ্গাবক্ষে নৌকায় করে প্রচার করেন তিনি। পরে বলাগড়ের গঙ্গা ভাঙন রোধ ও নৌশিল্পের উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।
এই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলেন তিনি বলেন, "ওনার বিষয়ে আমি কিছুই বলতে চাই না। উনি বিগত পাঁচ বছর ধরে অনেক কিছু বলেছেন, এখনও বলছেন। দেখা যাক উনি কী করতে পারেন।"
রবিবার বিজেপি নিজেদের ইস্তেহার প্রকাশ করেছে। সেখানে প্রধানমন্ত্রী মহিলাদের নিয়ে একটি মহিলা ব্রিগেড গড়ে তোলার কথা বলেন। তাই নিয়ে হুগলির তৃণমূল প্রার্থীকে প্রশ্ন করলেন তিনি বলেন, "দিদি তো অনেক আগেই করে দিয়েছেন। এখন উনি কপি করছেন।"