শেষ আপডেট: 6th June 2024 16:43
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট মিটতেই রাজ্যের জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে বলে অভিযোগ। মারধর, বাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটলেও পুলিশ অভিযোগ নিচ্ছে না- এই অভিযোগ উঠেছিল আগেই। এবার এ বিষয়ে স্বত: প্রণোদিতভাবে মামলা রুজু করল কলকাতা হাইকোর্ট। ওই মামলায় বৃহস্পতিবার রাজ্যকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি কৌশিক চন্দ্র।
বিচারপতির পর্যবেক্ষণ, 'একমাত্র রাজ্য যেখানে ভোট পরবর্তী এই ধরনের হিংসার ঘটনা ঘটেছে। মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা বিষয় নিয়ে আদালত চুপ করে বসে থাকতে পারে না।'
এরপরই রাজ্য পুলিশের ডিজির নজরদারিতে পুলিশকে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তের নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ্র।
আদালত জানিয়েছে, পুলিশ যে এফআইআর করবে তা রাজ্যে পুলিশের ওয়েবসাইটে দিতে হবে। যাতে পুলিশের পদক্ষেপ সম্পর্কে সাধারণ মানুষ ওয়াকিবহাল হতে পারেন।
কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশকে যৌথভাবে অপারেশনের নির্দেশ দিয়ে বিচারপতি বলেন, রাজ্যের কোন কোন জেলায় কী কী অভিযোগ জমা পড়েছে? কী পদক্ষেপ নেওয়া হয়েছে? তথ্য প্রমাণ আদালতে জমা দিতে হবে। অভিযোগ নেওয়ার ক্ষেত্রে কোনও ভেদাভেদ না করার জন্য পুলিশকে সতর্ক করেন বিচারপতি।
বিচারপতির কথায়, 'মানুষের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে।'
আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হবে। রাজ্য পুলিশের ডিজিকে আলাদা করে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।