শেষ আপডেট: 9th April 2024 16:42
দ্য ওয়াল ব্যুরো: অসমে ভোট প্রচারে এসে চিনা আগ্রাসন নিয়ে বিরোধীদের বিদ্রুপ-কটাক্ষের মুখ-ভাঙা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তিনি বলেন, মোদী সরকারের আমলে ভারতের এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি চিন। বিজেপি নেতৃত্বাধীন সরকার দেশের সীমান্ত সুরক্ষিত রেখেছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ করে দিয়েছে।
অসমের লখিমপুরে এক জনসভায় শাহ চিন প্রসঙ্গে কংগ্রেসকে বন্দুকের বেয়নেটের মুখে দাঁড় করান। বলেন, অসমের মানুষ কোনওদিন ভুলবে না সেদিনের কথা। যেদিন জওহরলাল নেহরু চিনা আগ্রাসন দেখে অসমকে `বাই-বাই` করে বিদায় জানিয়েছিলেন। কিন্তু, প্রধানমন্ত্রী মোদী সরকারের আমলে চিন আমাদের এক ইঞ্চিও জমি কবজা করতে পারেনি। ১৯৬২ সালের যুদ্ধে পরাজয়ের কথা অসম, অরুণাচল প্রদেশের মানুষ আজও ভোলেনি, কোনওদিন ভুলবে না।
কংগ্রেসের বিরুদ্ধে একরোখা নিশানা চালিয়ে শাহ আরও বলেন, এই তো কিছুদিন আগে রাহুল গান্ধী বলেছিলেন, আমাদের উচিত অসমের সংস্কৃতিকে রক্ষা করা। আমি ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই তাঁর ঠাকুমা অসমের প্রতি কী ব্যবহার করেছিলেন? হাজার হাজার অসমিয়া যুবক ভুল পথে পরিচালিত হয়েছিল। খুন হয়েছিল।
এরপরেই অসমের জন্য নরেন্দ্র মোদী সরকার কী কী করেছে, তার বৃত্তান্ত তুলে ধরেন শাহ। তিনি বলেন, গত ১০ বছরে অসমের ভোল বদলে দিয়েছেন মোদীজি। এই সময়ের মধ্যে আমরা বেশ কয়েকটি শান্তিচুক্তি করতে পেরেছি। আমরা আশা করি, আগামী দিনে অসম একটি উন্নত রাজ্যের মর্যাদা পেয়ে যাবে।
রামনবমীর আগে ফের রাম-রাজনীতি উসকে দিয়ে শাহ বলেন, রামমন্দির ইস্যুকে বছরের পর বছর ধরে ঝুলিয়ে রেখেছিল কংগ্রেস। মোদীর আমলেই রায় বেরিয়েছে। ভূমি পূজন হয়েছে এবং ২২ জানুয়ারি প্রাণপ্রতিষ্ঠা হয়েছে। উল্লেখ্য, প্রথম দফাতেই অর্থাৎ ১৯ এপ্রিল ভোট হবে লখিমপুরে। এরপর ২৬ এপ্রিল ও ৭ মে ভোট আছে অসমে।
প্রসঙ্গত, আগামিকাল, বুধবার বেলায় ১১টায় দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে আসছেন অমিত শাহ। রাজ্যে লোকসভা ভোটের প্রচার বুনিয়াদপুর দিয়ে শুরু করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, ১০ এপ্রিল উত্তরবঙ্গ দিয়েই নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন। উল্লেখ্য, ২০১৯ সালে আলিপুরদুয়ারের মাটি থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করেন শাহ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদারের হাত ধরেই বালুরঘাট আসনটি পায় বিজেপি। এবারও তাঁর উপর ভরসা রাখা হয়েছে। আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যের তিনটি আসনে ভোটগ্রহণ— কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। তার আগে শাহের বঙ্গ সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।